পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 12, 2020, 1:50 PM IST

ETV Bharat / bharat

কোরোনা মোকাবিলায় ভারতের সাফল্য দেখেছে বিশ্ব : অমিত শাহ

দেশজুড়ে প্রায় 10 লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নিয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ৷ আজ এক বৃক্ষরোপন কর্মসূচিতে যোগ দিতে গুরুগ্রামে CAPF এবং CRPF অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

amit shah
অমিত শাহ

গুরুগ্রাম, 12 জুলাই : কোরোনা সংক্রমণ মোকাবিলায় ভারতের ভূমিকার প্রশংসা সারা বিশ্ব করেছে ৷ ঘন জনবসতিপূর্ণ দেশে কীভাবে কোরোনার মোকাবিলা করা হবে তা নিয়ে প্রত্যেকে চিন্তিত ছিল ৷ কিন্তু প্রত্যেকে ভারতের প্রশংসা করেছে ৷ বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

আজ গুরুগ্রামে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এবং সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ ৷ কোরোনার মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি ৷ দেশজুড়ে প্রায় 10 লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নিয়েছে CAPF ৷

অমিত শাহ বলেন, ‘‘ভারত বিশ্বের অন্যতম বেশি জনসংখ্যার দেশ ৷ ভারতের মতো দেশ কীভাবে কোরোনা ভাইরাসের মোকাবিলা করবে তা নিয়ে প্রত্যেকে চিন্তিত ছিল ৷ অনেকরকম আশঙ্কা ছিল ৷ কিন্তু সারা বিশ্ব এখন দেখছে ভারত কীভাবে COVID-19-এর মোকাবিলায় সাফল্য পাচ্ছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘দেশে কোরোনার মোকাবিলায় আমাদের নিরাপত্তা বাহিনী বড় ভূমিকা পালন করেছে ৷ এটা অস্বীকার করা যায় না ৷ আমি এই কোরোনা যোদ্ধাদের স্যালুট জানাই ৷ তাঁরা প্রমাণ করেছেন, শুধু জঙ্গিদমন নয় COVID-19-এর বিরুদ্ধেও তাঁরা লড়াই করতে পারেন ৷’’ এর মধ্যে যে সব জওয়ান প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি ৷ বলেন, তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ।

ABOUT THE AUTHOR

...view details