পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্ব জনসংখ্যা দিবস 2020 : ইতিহাস ও লক্ষ্য - বিশ্ব জনসংখ্যা দিবস

গর্ভধারণ এবং সন্তানের অধিকার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল 1968 সালে । এরপর 1987 সালে জনসংখ্যার পরিসংখ্যান লক্ষ্য করা হয় । 1989 সালে রাষ্ট্রসংঘের তরফে জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্তের কথা জানানো হয় ।

pop
pop

By

Published : Jul 11, 2020, 2:24 AM IST

বিশ্ব জনসংখ্যা দিবস - 2020

এই দিনের গুরুত্ব

1989 সালের 11 জুলাই প্রথম পালন হয়েছিল বিশ্ব জনসংখ্যা দিবস । বিশ্বে বাড়তে থাকা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সাধারণ মানুষকে সচেতন করতে চেয়েছিল রাষ্ট্রসংঘ । জন্ম নিয়ন্ত্রণ নিয়ে মানুষকে সচেতন করা এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করার লক্ষ্যে এই দিন পালনের উদ্যোগ নেওয়া হয় ।

জনঘনত্বের বিভিন্ন ইশু

1) পরিবার পরিকল্পনা

2) লিঙ্গ সাম্যতা

3) বাল্য বিবাহ

৪) মানবাধিকার

৫) স্বাস্থ্যের অধিকার

6) শিশু স্বাস্থ্য ইত্যাদি

বিশ্ব জনসংখ্যা দিবস 2020 : ভাবনা

  • যৌন এবং প্রজনন স্বাস্থ্যের বিষয়ে সচেতনতা প্রচার । প্যানডেমিকে মহিলা এবং শিশুকন্যাদের চাহিদা এবং দুর্বলতায় গুরুত্ব দেওয়া এবং তা নিয়ে সচেতনতা গড়ে তোলা ।
  • সাধারণ মানুষ, সম্প্রদায় এবং অর্থনীতিতে সর্বত্র প্রভাব ফেলেছে COVID-19 সংকট । কিন্তু প্রত্যেকে সমানভাবে প্রভাবিত নয় । বিশ্বের সর্বত্র মহিলাদের উপর এই ভাইরাসের প্রভাব বেশি । গর্ভনিরোধকের সরবরাহ সারা বিশ্বে বিঘ্নিত হয়েছে । যা গর্ভধারণের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে । লকডাউনে বেড়েছে গার্হস্থ্য হিংসাও ।
  • UNFPA-র সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ছয় থেকে সাত মাস এই লকডাউনের প্রভাব পড়েছে স্বাস্থ্য পরিষেবায় । বিভিন্ন দেশে মোট 47 মিলিয়ন মহিলার কাছে আধুনিক গর্ভনিরোধক ব্যবহারের সুযোগ ছিল না । যার ফলে সাত মিলিয়ন অনিচ্ছাকৃত গর্ভধারণের সম্ভাবনা তৈরি হয়েছে ।
  • অনেক মহিলা শ্রমিকও COVID-19 অর্থনীতি সংকটের দ্বারা প্রভাবিত । বিশ্বব্যাপী প্রায় 60 শতাংশ মহিলা ইনফরমাল অর্থনীতির আওতায় কাজ করেন ।

বিশ্ব জনসংখ্যা দিবস : ইতিহাস

গর্ভধারণ এবং সন্তানের অধিকার নিয়ে আন্দোলন শুরু হয়েছিল 1968 সালে । সেইসময় এই প্রসঙ্গই উথ্থাপন করা হয় যে, একজন মানুষের প্রাথমিক অধিকার রয়েছে । তাঁর সন্তান সংখ্যা এবং গর্ভধারণের সময় নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন তিনি । এরপর 1987 সালে জনসংখ্যার পরিসংখ্যান লক্ষ্য করা হয় । 1989 সালে রাষ্ট্রসংঘের তরফে এই জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্তের কথা জানানো হয় ।

বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ ও জনসংখ্যা

1. চিন : 1394015977

2. ভারত : 1326093247

3. অ্যামেরিকা : 332639102

4. ইন্দোনেশিয়া : 267026366

5. পাকিস্তান : 233500636

6. নাইজ়েরিয়া : 214028302

7. ব্রাজ়িল : 211715973

8. বাংলাদেশ : 162650853

9. রাশিয়া : 141722205

10. মেক্সিকো : 128649565

রাষ্ট্রসংঘের 2019-এর রিপোর্ট অনুযায়ী, পরবর্তী 30 বছরে 2 বিলিয়ন মতো বাড়তে পারে জনসংখ্যা । এখন জনসংখ্যা 7.7 বিলিয়ন । যা 2050 সালে 9.7 বিলয়ন হতে পারে ।

ওয়ার্লড পপুলেশন প্রসপেক্টস 2019 এই বিষয়টি নিশ্চিত করে যে, বিশ্বের জনসংখ্যা ক্রমশ বাড়ছে । কয়েকটি দেশ এবং প্রদেশে সেই প্রভাব পড়েছে । প্রবাস এবং গর্ভধারণের সংখ্যা কম হওয়ায় কয়েকটি দেশে আবার জনসংখ্যা কমছেও ।

তথ্য সৌজন্যে : রাষ্ট্রসংঘ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড সোশাল অ্যাফেয়ারস, পপুলেশন ডিভিশন (2019), ওয়ার্লড পপুলেশন প্রসপেক্টস 2019

ABOUT THE AUTHOR

...view details