পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ বিশ্ব রোগী সুরক্ষা দিবস, কেন এই দিনটি পালন হয় ? - রোগীর সুরক্ষা সংক্রান্ত বিষয়

এই কোরোনা ভাইরাস প্যানডেমিক স্বাস্থ্যকর্মীদের সামনে বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকি তৈরি করেছে ৷ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ সেই সমস্যাগুলির মধ্যে রয়েছে সংক্রমণ, হিংসা, শারীরিক এবং মানসিক সমস্যা, অসুস্থতা, কলঙ্কের শিকার এমনকী মৃত্যুও ৷

বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা

By

Published : Sep 17, 2020, 7:07 AM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর : স্বাস্থ্যনীতির প্রথম শর্তই হচ্ছে কারও কোনও ক্ষতি না করা ৷ রোগীর নিরাপত্তার সঙ্গে জড়িত নীতিগুলির মধ্যে রয়েছে রোগীর চিকিৎসার সময় যে কোনও রকমের ক্ষতি থেকে তাঁদের রক্ষা করা ৷ তা সে রোগ নির্ণয়, তদন্ত হোক বা চিকিৎসা ৷ বিশ্বব্যাপী স্বাস্থ্যের অগ্রাধিকার হিসাবে রোগীর সুরক্ষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷ 2019 সালের মে মাসে 72তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 194টি সদস্য দেশ বিশ্ব রোগী সুরক্ষা দিবস (রেজোলিউশন ডাব্লুএইচএ 72.6)-র সমর্থন করেছে ৷ এই দিনটি প্রতি বছর পালন করা হয় ৷ এই দিনটি পালনের প্রধান উদ্দেশ্য হল, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, রোগী সুরক্ষাকে বিশ্বব্যাপী প্রচার করা এবং বিশ্বের সামনে তুলে ধরা ৷

রোগী সুরক্ষা :

রোগীর সুরক্ষা হল- স্বাস্থ্য পরিষেবা প্রক্রিয়া চলাকালীন কোনও রোগীর ক্ষতি এড়ানো ৷ সুস্পষ্ট নীতিমালা, সাংগঠনিক নেতৃত্বের ক্ষমতা, নিরাপত্তা সুনিশ্চিতে প্রয়োজনীয় তথ্য, দক্ষ পেশাদার স্বাস্থ্যকর্মী এবং রোগীদের যত্নে সক্রিয়ভাবে যুক্ত থাকা ৷

রোগীর সুরক্ষা সংক্রান্ত বিষয় :

রোগীর সুরক্ষার মধ্যে যেগুলি গুরুত্ব দেওয়া হয় সেগুলি হল- রোগ নির্ণয়ে ত্রুটি, সংক্রমণ, ওষুধ প্রদানে ত্রুটি, পুনরায় ভরতি, ভুল জায়গায় অস্ত্রোপচারের মতো বিষয় ৷ এই বিষয়গুলিতে ত্রুটির কারণে রোগীর সুরক্ষায় সমস্যা দেখা দেয় ৷

রোগনির্ণয়ে ত্রুটি : এর মধ্যে রয়েছে- রোগনির্ণয়ে অনিচ্ছাকৃত দেরি অথবা রোগ নির্ণয়ে ভুল বা ত্রুটি হওয়া ৷

সংক্রমণ : মূলত রোগীর হাসপাতালে ভরতির সময় এই ধরনের ত্রুটিগুলি হয়ে থাকে ৷

ওষুধ প্রদানে ত্রুটি : মূলত রোগীকে যখন ভুল ওষুধ দেওয়া হয় বা ওষুধ দেওয়ার মাত্রার মধ্যে কোনও ভুল থাকে ৷

পুনরায় ভরতি : পুনরায় ভরতি হল যখন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরবর্তী 30 দিনের মধ্যে পুনরায় তাঁকে ভরতি করার প্রয়োজন হয় ৷

ভুল জায়গায় অস্ত্রোপচার : অর্থাৎ শরীরের ভুল অঙ্গে অস্ত্রোপচার ৷

সংযোগ : হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে রোগীর সংযোগ প্রয়োজন ৷

বিশ্ব রোগী সুরক্ষা দিবসের 2020 থিম :

কোরোনা ভাইরাস প্যানডেমিকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং অন্য প্রথম সারির যোদ্ধাদের বিভিন্ন দেশ তাঁদের হিরো হিসেবে সংবর্ধনা দিয়েছে ৷ তবুও এখনও এই সমস্ত স্বাস্থ্যকর্মী হেনস্থার শিকার হচ্ছেন ৷ চিকিৎসা কেন্দ্রে আসা ও ফেরার পথে আক্রমণের শিকার হয়েছেন ৷ আর এই খবর জায়গা করে নিয়েছে সংবাদপত্রের হেডলাইনে ৷

মেক্সিকোয় চিকিৎসক, নার্সদের লক্ষ্য করে ডিম ছোড়া হয়, শারীরিক নিগ্রহও করা হয় ৷ ফিলিপিন্সের এক নার্সের অভিযোগ, তাঁর মুখে ক্ষার জাতীয় তরল ঢেলে দেয় এক পুরুষ ৷ যার জেরে তাঁর দৃষ্টিশক্তির ক্ষতি হয় ৷ ভারতের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীদের মারধর করা হয়েছে, পাথর ছোড়া হয়, হুমকি দেওয়া হয়, এমনকী অনেক স্বাস্থ্যকর্মীকে তাঁদের বাড়ি থেকে উচ্ছেদও করা হয়েছে ৷ অ্যামেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বজুড়ে একাধিক দেশে এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন স্বাস্থ্যকর্মীরা ৷

এই কোরোনা ভাইরাস প্যানডেমিক স্বাস্থ্যকর্মীদের সামনে বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকি তৈরি করেছে ৷ বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷ সেই সমস্যাগুলির মধ্যে রয়েছে- সংক্রমণ, হিংসা, শারীরিক এবং মানসিক সমস্যা, অসুস্থতা, কলঙ্কের শিকার এমনকী মৃত্যুও ৷ তার থেকেও চিন্তার বিষয় হল- চাপযুক্ত পরিবেশে প্রতিনিয়ত কাজ করার ফলে অনেক ক্ষেত্রেই একাংশ স্বাস্থ্যকর্মীর ত্রুটি আরও প্রবল হতে পারে। ফলে, ক্ষতি হতে পারে রোগীদের ৷ সেই কারণে বিশ্ব রোগী সুরক্ষা দিবসের এবারের থিম "স্বাস্থ্যকর্মী সুরক্ষা : রোগীর সুরক্ষার জন্য একটি অগ্রাধিকার ৷"

এই কোরোনা পরিস্থিতিতে, 17 সেপ্টেম্বর এই দিনটিকে পালন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভার্চুয়াল এবং অন্যান্য ক্রিয়াকলাপের সংমিশ্রণের পরিকল্পনা করেছে ৷ বিশ্বব্যাপী এই দিনটিকে চিহ্নিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় বিভিন্ন সৌধ, জনসমাগমস্থল, বিভিন্ন উল্লেখযোগ্য স্থানে কমলা রঙের আলো জ্বালানো হবে ৷ এটির মধ্যে দিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হবে ৷ এই কর্মসূচির স্লোগান হল -"নিরাপদ স্বাস্থ্যকর্মী, নিরাপদ রোগী ৷"

বিশ্ব রোগী সুরক্ষা দিবসের গুরুত্ব :

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতিবছর নিম্ন ও মধ্য আয়ের দেশের হাসপাতালগুলিতে অনিরাপদজনিত যত্নের কারণে 134 মিলিয়ন প্রতিকূল ঘটনা ঘটে, যার জেরে বার্ষিক 2.6 মিলিয়ন মানুষের মৃত্যু হয় ।

10 জন রোগীর মধ্যে 4 জন রোগীর প্রথমিক এবং চিকিৎসা পরিকাঠামোর অভাবে ক্ষতি হয়, এই পরিকাঠামোর মধ্যে 80 শতাংশের বেশি ক্ষতি এড়ানো সম্ভব ৷

ওষুধ বিষয়ক ত্রুটির জেরে প্রতিবছর প্রায় 42 বিলিয়ন অ্যামেরিকান ডলারের ক্ষতি হয় ৷

রোগীর সুরক্ষা উন্নত করা মানে রোগীর ক্ষতি হ্রাস করা । 17 সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবসের মধ্যে দিয়ে মূলত এই বিষয়গুলিকেই তুলে ধরা প্রধান লক্ষ্য ৷

ABOUT THE AUTHOR

...view details