দিল্লি, 7 মার্চ : কোরোনা সংক্রমণ এড়াতে হাতে হাত না মিলিয়ে নমস্কার করতে বলা হচ্ছে । আজ জনঔষধির অনুষ্ঠানে সে কথাই বললেন প্রধানমন্ত্রী । নমস্কার করার যে অভ্যাস তৈরি হচ্ছে তা নিয়ে তিনি বলেন, "সমগ্র বিশ্ব এখন নমস্কার করছে । আসুন, আমরাও এটিকে অভ্যাসে পরিণত করি ।"
কোরোনা ভাইরাস সংক্রমণ এড়াতে দৈনন্দিন জীবনযাপনে একাধিক বিষয়ের উপর নজর দিতে বলা হচ্ছে সাধারণ মানুষকে । পরামর্শ দেওয়া হচ্ছে, ভিড় এড়াতে, কারও সঙ্গে হাত না মেলাতে, বার বার হাত ধুতে । ইতিমধ্যেই কোরোনা ভাইরাস প্রতিরোধে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একাধিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । এনিয়ে একাধিক টুইটও করেছেন প্রধানমন্ত্রী । বলেছেন, অযথা আতঙ্কিত না হয়ে আগাম সতর্কতা অবলম্বন করতে । চিকিৎসকের পরামর্শ নিতে ।