উজ্জয়িনী, 10 জানুয়ারি : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কাঙ্গি মহল্লার সরু, আলো আঁধারি গলিতে নীল রঙের বাড়িটি বেশ পরিচিত ৷ ঐতিহ্যবাহী কাঠের চিরুনি প্রস্তুতকারকদের খোঁজে যারা এলাকায় আসেন তাঁদের জন্য এই বাড়িটি ল্যান্ডমার্ক ৷
ছগনলাল ৷ বয়স, আশির ঘরে ৷ উত্তরাধিকার সূত্রে কাঠের চিরুনি তৈরির কাজ করছেন ৷ আজও পুরোনো এই শিল্পকে সযত্নে লালন করে চলেছেন ৷ দেশে যে কয়েকজন আজও এই শিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের মধ্যে একজন ছগনলাল ৷
আরও পড়ুন : স্টিলের বাসনের ব্যাঙ্ক, প্লাস্টিকমুক্ত দেশ গড়তে ভিলাইয়ের যুবতি
বয়স বেড়েছে ৷ আঙুলের জোরও কমেছে ৷ কিন্তু আজও তাঁর কাজ নিখুঁত ও সাবলীল ৷ মূলত রোজ়উড কাঠ দিয়েই চিরুনি প্রস্তুত করা হয় ৷ ছগনলাল বলেন, "আজও আমার চুল দেখুন ৷ এটা চুলের জন্য ভালো ৷ আমি চিরুনি তৈরি করার পর একবার চুল আঁচড়ে চেক করে দেখি ৷ যখন শিশম কাঠ আমার কাছে আসে আমি তখন কাঠের কোয়ালিটিও চেক করে দেখি ৷ ডাল-রুটি খেয়ে কোনওমতে দিন কেটে যায় ৷ অনেকেই আসে ৷ চিরুনি কিনে নিয়ে যায় ৷ দিল্লি, মুম্বই, চেন্নাই এমনকী বাইরে থেকেও মানুষ আসে আমার স্টলে ৷ পরিবেশের জন্য এ'টা ভালো ৷"