পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 10, 2020, 8:46 AM IST

ETV Bharat / bharat

প্লাস্টিক নয়, ব্যবহার হোক কাঠের চিরুনি, বার্তা ছগনলালের

ছগনলাল জানান, প্লাস্টিকের চিরুনির চেয়ে কাঠের চিরুনি চুলের জন্য ভালো ৷ এই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল কম ঝড়বে ৷ পাশাপাশি মাথার ত্বকের জন্যও এ'টা ভালো ৷

wooden comb maker Chagganlal's message to make country plastic free
ছগনলাল

উজ্জয়িনী, 10 জানুয়ারি : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কাঙ্গি মহল্লার সরু, আলো আঁধারি গলিতে নীল রঙের বাড়িটি বেশ পরিচিত ৷ ঐতিহ্যবাহী কাঠের চিরুনি প্রস্তুতকারকদের খোঁজে যারা এলাকায় আসেন তাঁদের জন্য এই বাড়িটি ল্যান্ডমার্ক ৷

ছগনলাল ৷ বয়স, আশির ঘরে ৷ উত্তরাধিকার সূত্রে কাঠের চিরুনি তৈরির কাজ করছেন ৷ আজও পুরোনো এই শিল্পকে সযত্নে লালন করে চলেছেন ৷ দেশে যে কয়েকজন আজও এই শিল্পের সঙ্গে যুক্ত, তাঁদের মধ্যে একজন ছগনলাল ৷

আরও পড়ুন : স্টিলের বাসনের ব্যাঙ্ক, প্লাস্টিকমুক্ত দেশ গড়তে ভিলাইয়ের যুবতি

বয়স বেড়েছে ৷ আঙুলের জোরও কমেছে ৷ কিন্তু আজও তাঁর কাজ নিখুঁত ও সাবলীল ৷ মূলত রোজ়উড কাঠ দিয়েই চিরুনি প্রস্তুত করা হয় ৷ ছগনলাল বলেন, "আজও আমার চুল দেখুন ৷ এটা চুলের জন্য ভালো ৷ আমি চিরুনি তৈরি করার পর একবার চুল আঁচড়ে চেক করে দেখি ৷ যখন শিশম কাঠ আমার কাছে আসে আমি তখন কাঠের কোয়ালিটিও চেক করে দেখি ৷ ডাল-রুটি খেয়ে কোনওমতে দিন কেটে যায় ৷ অনেকেই আসে ৷ চিরুনি কিনে নিয়ে যায় ৷ দিল্লি, মুম্বই, চেন্নাই এমনকী বাইরে থেকেও মানুষ আসে আমার স্টলে ৷ পরিবেশের জন্য এ'টা ভালো ৷"

আরও পড়ুন : প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হল চরকা

তাঁর দাবি, কাঠের চিরুনি প্লাস্টিকের তৈরি চিরুনির চেয়ে ভালো ৷ কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল ঝড়ে পড়ার সমস্যা অনেকাংশে কমে যায় ৷ পাশাপাশি মাথার ত্বকেও আরাম দেয় এই চিরুনি ৷ চুল ভালো রাখে ৷ পাখি থেকে শুরু করে মাছ, বিভিন্ন নকশার কাঠের চিরুনি তৈরি করেন ছগনলাল ৷ দাম 50 থেকে শুরু করে 150 টাকার মধ্যে ৷

আরও পড়ুন : সিঙ্গল ইউজ় প্লাস্টিকে 'না' বারাণসী স্টেশনে

পুরানো এই শিল্পকলাকে বাঁচানোর এই প্রয়াসের জন্য পুরষ্কৃতও হয়েছেন ছগনলাল ৷ কংগ্রেসের সোনিয়া গান্ধি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের মতো ব্যক্তিদের হাত থেকে পুরষ্কার পেয়েছেন ৷

আরও পড়ুন : 80 দিনে প্লাস্টিকমুক্ত, নজির মধ্যপ্রদেশের "নীল গ্রাম" সিন্দোড়ার

ABOUT THE AUTHOR

...view details