পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিকমুক্ত করতে রাইচুরে বার্তা-সহ কাপড়ের ব্যাগ বিলি - Plastic ban

পুনর্ব্যবহার করা যায় । তাই রাইচুরকে প্লাস্টিক মুক্ত করতে কাপড়ের ব্যাগ বিলি করছেন মিউনিসিপাল কাউন্সিলের সদস্য নলিনী ।

Plastic ban
কাপড়ের ব্যাগ

By

Published : Jan 24, 2020, 9:18 AM IST

রাইচুর (কর্নাটক), 23 জানুয়ারি : দেশের সর্বত্র প্লাস্টিকের ব্যবহারকে বন্ধ করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে । তবে, তার জন্য প্রয়োজন এমন কিছুর যা প্লাস্টিকের বিকল্প হয়ে উঠতে পারে । আর তাই রাইচুর জেলায় কাপড়ের ব্যাগকে প্লাস্টিকের বিকল্প হিসেবে জনপ্রিয় করতে হাত মিলিয়েছেন সরকার ও নির্বাচিত প্রতিনিধিরা ।

নলিনী চন্দ্রশেখর মেতি । সিটি মিউনিসিপাল কাউন্সিলের সদস্য । তিনি সিন্ধানুরের রাইচুরে কাপড়ের ব্যাগ বিলি করেন । নিজের টাকা ব্যয় করে হোসাপেট থেকে 600টি কাপড়ের ব্যাগ আনেন তিনি । তারপর সিন্ধানুরের 2 নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে তা বিনামূল্যে বিলি করে দেন ।

রাইচুরে বিলি কাপড়ের ব্যাগ

নলিনী তাঁর ওয়ার্ডকে প্লাস্টিকমুক্ত করতে যে কাপড়ের ব্যাগগুলি বিলি করেন তার মধ্যে একটি বার্তা দেওয়া থাকে । তা হল "আমরা স্বচ্ছতার পথে হাঁটছি " । কাপড়ের ব্যাগের অনেকগুলি সুবিধা রয়েছে । কাপড়ের ব্যাগ অনেক বছর ধরে ব্যবহার করা যায় । 10-15 কেজি ওজনের জিনিস আনা যায় এই কাপড়ের ব্যাগে । সুতির কাপড়ের ব্যাগ পরিবেশ বান্ধব । কারণ তার পুনর্ব্যবহার করা যায় । প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কেও মানুষকে সচেতন করেন নলিনী ।

ABOUT THE AUTHOR

...view details