দিল্লি, 26 জুলাই : আর্থিকভাবে বিপর্যস্ত আইনজীবীদের সাহায্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানালেন প্রায় দু'হাজারের বেশি মহিলা আইনজীবী । ভার্চুয়াল আদালতের পরিকাঠামো উন্নত করার আবেদনও জানান তাঁরা ।
শুক্রবার অমিত শাহকে স্মারকলিপি পাঠান মহিলা আইনজীবীরা । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় আইনজীবীদের আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করা হয় । তার একটি কপি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরেও । পাশাপাশি আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছেও একটি করে পাঠানো হয় ।
এই স্মারকলিপির জন্য 21জুলাই থেকে সই সংগ্রহ শুরু করেছিলেন মহিলা আইনজীবীরা । 40 ঘণ্টার মধ্যে দুই হাজারের উপর আইনজীবীর থেকে সাড়া পাওয়া যায় । আইনজীবী মীরা খাদাক্কর এবং অর্চনা পাঠকও সই করেন ।