বরেলি, 28 ডিসেম্বর : শ্লীলতাহানিতে বাধা দেওয়ায় চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল ৷ শুক্রবার রাতে উত্তরপ্রদেশের প্রীতমবরপুর স্টেশনের কাছে ঘটে ঘটনাটি ৷ মহিলাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
শ্লীলতাহানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা - চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা
শ্লীলতাহানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে ধাক্কা মহিলাকে ৷ উত্তরপ্রদেশের প্রীতমবরপুর স্টেশনের ঘটনা ৷
![শ্লীলতাহানির প্রতিবাদ করায় চলন্ত ট্রেন থেকে মহিলাকে ধাক্কা Woman thrown off moving train](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5517314-thumbnail-3x2-train.jpg)
প্রতীকী ছবি
মুরাদাবাদ RPF-র অ্যাসিন্ট্যান্ট সিকিউরিটি কমিশনার জানিয়েছেন, "কাঠগুদাম এক্সপ্রেসের মহিলা কামরায় ঘটনাটি ঘটে । বর্তমানে মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি ৷
মহিলার দাবি, এক অপরিচিত ব্যক্তি তাঁকে উত্ত্যক্ত করছিল ৷ তিনি প্রতিবাদ করলে তাঁকে মারধর করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দেয় সেই দুষ্কৃতী ৷
Last Updated : Dec 28, 2019, 11:06 AM IST