ফরিদাবাদ, 27 অক্টোবর : প্রথমে যুবতিকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা । বাধা দেওয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি । ফরিদাবাদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিক্ষোভ । 21 বছরের নিকিতা তোমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি । পুলিশ ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত তৌসিফকে গ্রেপ্তার করেছে । যুবতিকে খুনের প্রতিবাদে চলে প্রতিবাদ-বিক্ষোভ । এদিকে পরিবারের অভিযোগ, নিকিতাকে আগেও উত্যক্ত করেছে তৌসিফ ।
গতকাল বিকেল 3টে 40 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে । ফরিদাবাদের বল্লবগড়ের একটি কলেজের সামনে নিকিতাকে গুলি করে তৌসিফ । পরীক্ষা দিতে গিয়েছিলেন নিকিতা । বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি ।
CCTV ফুটেজে দেখা যাচ্ছে, প্রথমে নিকিতা জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছে । এদিকে হাত ছাড়াতে চাইছেন নিকিতা । তাঁর বান্ধবীও তাঁকে বাঁচাতে চেষ্টা করছেন । এরপরই নিকিতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওই যুবক । নিকিতা মাটিতে লুটিয়ে পড়েন । তাঁর বান্ধবীকে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । গাড়িতে উঠে পালিয়ে যায় দু'জন । পরে হাসপাতালে নিকিতার মৃত্যু হয় ।