দিল্লি , 14 ডিসেম্বর : দিল্লির সাকুবাস্তি রেল স্টেশনে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল । 10 ডিসেম্বর রাতে তিন ব্যক্তি ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ । মাঙ্গোলপুরিতে সঞ্জয় গান্ধি হাসপাতালে ওই নির্যাতিতাকে ভরতি করা হয়েছে ।
নির্যাতিতার বয়ান ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ । তারা জানিয়েছে, ওই একইদিনে রেলওয়ে স্টেশনের ক্যাটারিং স্টল থেকে চুরির একটি ঘটনার খবর পাওয়া গিয়েছিল এবং সন্দেহ করা হচ্ছে চুরির ঘটনার সঙ্গে জড়িতরাই গণধর্ষণ করেছিল ।