পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশের ভাদোহিতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ - ভাদোই

শনিবার ওই মহিলা বাজারে যান । অভিযোগ, সেখান থেকেই চারজন তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । ঘটনার কথা কাউকে বললে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।

Bhadoi
Bhadoi

By

Published : Oct 5, 2020, 3:00 PM IST

ভাদোই, 5 অক্টোবর : আবারও উত্তরপ্রদেশে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে । এবার ঘটনাস্থান উত্তর প্রদেশের ভাদোহি ।

শনিবার ওই মহিলা বাজারে যান । অভিযোগ, সেখান থেকেই চারজন তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে । ঘটনার কথা কাউকে বললে তাঁকে খুন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ।

ওই মহিলা বাড়ি ফিরে এসে তাঁর স্বামীকে বিষয়টি জানান । ঘটনায় ভাদোই পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই মহিলা ও তাঁর স্বামী । অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে ।

ভাদোই থানার এক আধিকারিক বলেন, "গণধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে । অভিযুক্ত চারজনের নাম ধনঞ্জয় শুক্লা, টিংকু শুক্লা, বিকাশ কুমার ও সোনু উপাধ্যায় । তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে । বাকি একজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ।" এদিকে মেডিকেল পরীক্ষা করানোর জন্য ওই মহিলাকে পাঠানো হয়েছে।

গত কয়েকদিন ধরে হাথরস সহ উত্তরপ্রদেশের নানা প্রান্তে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে ।

ABOUT THE AUTHOR

...view details