সাহারানপুর, 15 অক্টোবর : এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । উত্তরপ্রদেশের সাহারানপুরের ঘটনা ।
ওই মহিলার ছেলে বলেন, প্রতিদিনের মতোই খেতে কাজ করতে গিয়েছিলেন তাঁর মা । সেই সময় তাঁকে পাশে আখের খেতে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । পাশেই আর একটি খেতে কাজ করছিলেন তিনি । মায়ের চিৎকার শুনে ছুটে যান । কিন্তু ঘটনাস্থানে পৌঁছানোর আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা ।