পটনা, 26 জুলাই : বন্যাকবলিত বিহারের বুড়ি গণ্ডক নদীতে NDRF-এর একটি উদ্ধারকারী নৌকায় আজ এক শিশুকন্যার জন্ম দিলেন বছর 25-এর এক যুবতি । NDRF কর্তারা জানিয়েছেন, পূর্ব চম্পারন জেলার গোবাড়ি গ্রামের ওই যুবতিকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয় । দুপুর 1টা 40 মিনিটে শিশুর জন্ম দেন তিনি ।
বানভাসি, NDRF-এর নৌকায় সন্তান প্রসব যুবতির - বন্যা পরিস্থিতি
বন্যাকবলিত পূর্ব চম্পারণ জেলায় NDRF-এর একটি উদ্ধারকারী নৌকায় সন্তান প্রসব করলেন যুবতি । NDRF-এর একটি দল ও একজন আশা কর্মীর সহায়তায়, পেশাদারভাবে সরিয়ে নিয়ে নৌকায় নিরাপদে প্রসবের জন্য তাঁর গোপনীয়তা নিশ্চিত করা হয় । NDRF-এর 9 ব্যাটেলিয়নের নৌকাটি বন্যায় উদ্ধারকাজ চালাচ্ছিল ।
দিল্লিতে NDRF-এর এক মুখপাত্র জানিয়েছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) দলের সঙ্গে একজন আশাকর্মী (স্বীকৃত সামাজিক স্বাস্থ্য কর্মী) ছিলেন, যারা প্রসবের ক্ষেত্রে সহায়তা করেন । NDRF-এর 9 ব্যাটেলিয়নের নৌকাটি বন্যায় উদ্ধারকাজ চালাচ্ছিল । NDRF-এর একটি দল ও একজন আশা কর্মীর সহায়তায়, পেশাদারভাবে সরিয়ে নিয়ে নৌকায় নিরাপদে প্রসবের জন্য তাঁর গোপনীয়তা নিশ্চিত করা হয় ।
প্রসবের পর অ্যাম্বুলেন্সে করে মোতিহারি জেলার বানজারিয়া গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় মা ও শিশুকে । বর্তমানে দু'জনেই সুস্থ ।