কুড্ডালোর , 11 অক্টোবর : দলিত বলে চেয়ারে ঠাঁই হয়নি । মাটিতে বসেই পঞ্চায়েতের বৈঠকে অংশ নিলেন পঞ্চায়েত প্রধান । তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ঘটনা ।
শুক্রবার রাতে সোশাল মিডিয়ায় তামিলনাড়ুর কুড্ডালোর জেলার থেরকুথিট্টাই পঞ্চায়েত প্রধান রাজেশ্বরী দেবীর একটি ছবি ভাইরাল হয় । সেই ছবিতে দেখা যাচ্ছে একটি বৈঠকে তিনি মাটিতে বসে আছেন । আর বাকিরা চেয়ারে বসে আছেন । জানা গেছে , 17 জুলাই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল । শুধু তাই নয় , এরপরও তাঁর সঙ্গে অবিচার করা হয়েছিল বলে অভিযোগ । তাঁকে স্বাধীনতা দিবসের দিন পতাকা তুলতে দেওয়া হয়নি ।
ভুবনগিরি থানায় তিনি পঞ্চায়েতের সহসভাপতি মোহনরাজ এবং সম্পাদক সিন্ধুজার বিরুদ্ধে অভিযোগ করেন । তিনি জানান , স্বাধীনতা দিবসের দিন তাঁকে পতাকা তুলতে বাধা দিয়ে নিজের বাবাকে দিয়ে পতাকা তুলেছিলেন মোহনরাজ । তিনি আরও বলেন , " আমরা পতাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছিলাম । আমরা গিয়ে জনগণকে আমন্ত্রণ জানাতে শুরু করি । সেইসময় তিনি (মোহনরাজ) জিজ্ঞাসা করলেন আমরা কী করলাম এবং আর এই ধরনের ব্যবস্থা গ্রহণের করার আমরা কে । সেইসময় আমরা সেখান থেকে বেরিয়ে যাই । তিনিই সেখানে ছিলেন । সভাপতিত্ব করেছিলেন । তাঁর বাবা পতাকা উত্তোলন করেছিলেন । "