পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধর্ষণে বাধা, পুড়িয়ে দেওয়া হল যুবতিকে; মৃত্যু হাসপাতালে - rape and murder

ধর্ষণে বাধা দেওয়ায় এক যুবতিকে জ্বালিয়ে দেওয়া হল বিহারের মুজ়ফফরপুরে ৷ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷

rape
ছবি

By

Published : Dec 17, 2019, 9:06 AM IST

মুজ়ফফরপুর, 17 ডিসেম্বর : ফের নারী নিগ্রহ বিহারে ৷ ধর্ষণে বাধা দেওয়ায় এক যুবতিকে জ্বালিয়ে দেওয়া হল মুজ়ফফরপুরে ৷ হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ গত সপ্তাহে যুবতির উপর হামলার চেষ্টা করা হয়েছিল ৷ বাড়িতে তিনি একাই ছিলেন তখন ৷ রাজা রাই নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ৷ তিনি বাধা দেন ৷ এরপরই জ্বালিয়ে দেওয়া হয় ওই যুবতিকে ৷

প্রথমে নির্যাতিতাকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হলে পটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে ৷ গতকাল রাতে মৃত্যু হয় তাঁর ৷

একের পর ধর্ষণের ঘটনার খবরে উত্তাল দেশ ৷ উল্লেখ্য, দিন কয়েক আগেই উন্নাওয়ে অন্য এক নির্যাতিতাকে ধর্ষণের পর পুড়িয়ে দেওয়া হয়েছিল ৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details