পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিল পাশের দিনই তাৎক্ষণিক তিন তালাক ! আত্মহত্যার চেষ্টা মহিলার - Ahmedabad

মঙ্গলবার রাজ্যলভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ সেদিন সন্ধ্যাতেই এক মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল তাঁর শওহরের বিরুদ্ধে ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 1, 2019, 6:40 AM IST

আহমেদাবাদ, 1 অগাস্ট : একদিকে দীর্ঘ বিতর্কের পর মঙ্গলবার রাজ্যসভায় পাশ হয়েছে তাৎক্ষণিক তিন তালাক বিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, 'প্রাচীন ও মধ্যযুগীয় প্রথার অবসান হল ৷ " অন্যদিকে, ওইদিনই এক মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠল শওহরের বিরুদ্ধে ৷ এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা ৷ আপাতত সুস্থ রয়েছেন তিনি ৷ গুজরাতের আহমেদাবাদের ঘটনা ।

মুসলিম শরিয়তি আইনে শওহর তিন বার তালাক দিলেই সেটা বৈধ, অর্থাৎ স্ত্রীকে তিন বার তালাক বলে দিলেই বিচ্ছেদ হয় যেত । এমন কী ফোনে তিন বার তালাক বলে বিবিকে তালাক দেওয়ার উদাহরণ রয়েছে ৷ সেই প্রথাকে ফৌজদারি অপরাধের তকমা দিয়ে তিন বছর পর্যন্ত জেল ও জরিমানার ব্যবস্থা করতে বিল আনে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার সন্ধ্যায় তা রাজ্যসভায় পাশ হয় ৷ এরপর গতকাল সেই বিলে অনুমোদন দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ফলে, আইনে পরিণত হয় তাৎক্ষণিক তিন তালাক বিল ৷

এই সংক্রান্ত আরও খবর :বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল

আর সেই মঙ্গলবার সন্ধ্যাতেই আহমেদাবাদের ওই মহিলাকে তাৎক্ষণিক তিন তালাক দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর শওহরের বিরুদ্ধে ৷ মহিলার অভিযোগ, "মঙ্গলবার সন্ধ্যায় আব্বার থেকে 20 হাজার চাইতে বলে আমার শওহর ৷ আমি অস্বীকার করি ৷ সে ক্ষুব্ধ হয় ৷ আমার মেয়েকে তুলে মেঝেতে ফেলে দেয় ৷ তারপর দুই মেয়েকে নিয়ে আমি আব্বার বাড়ি চলে যাই ৷ সেখানে আসে আমার শওহর ৷ আর তিন বার তালাক বলে ডিভোর্স দেয় ৷ এতে বিস্মিত হয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করি ৷"

এই সংক্রান্ত আরও খবর :রাজ্যসভায় পাশ তাৎক্ষণিক তিন তালাক বিল, ঐতিহাসিক জয় বলছে কেন্দ্র

মহিলাকে মঙ্গলবার হাসপাতালে ভরতি করা হয় ৷ গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷ মহিলার শওহরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর আব্বা ৷ ভারতীয় দণ্ডবিধির 498-A ধারায় মামলা রুজু হয়েছে ৷ কারাঞ্জ থানার ইন্সপেক্টর এফ এম নয়াব অবশ্য বলেন, অভিযোগপত্রে তিন বার তালাক বলে ডিভোর্সের উল্লেখ নেই ৷ তাঁর কথায়, "অভিযোগ অনুযায়ী, টাকা জোগাড় করতে ব্যর্থ হলে মহিলার শওহর তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকি দিয়েছে ৷ তাৎক্ষণিক তিন তালাকের কোনও উল্লেখ নেই ৷ আমরা ওই দিকটি খতিয়ে দেখছি ৷ "

এই সংক্রান্ত আরও খবর :তাৎক্ষণিক তিন তালাক বিলে অনুমোদন রাষ্ট্রপতির

ABOUT THE AUTHOR

...view details