দিল্লি, 20 মার্চ: দেশজুড়ে কোরোনার প্রকোপ বেড়েই চলছে ৷ আজ কলকাতার ফের এক কোরোনা আক্রান্তের খোঁজ মিলল ৷ আক্রান্ত ব্যক্তি গত 13 মার্চ লন্ডন থেকে ফিরেছিলেন ৷ দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 196 ৷
কাল বিকেলে স্বাস্থ্য মন্ত্রক তরফ থেকে জানানো হয়, 26টি নতুন কোরোনা আক্রান্ত মিলিয়ে ভারতে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 195-এ ৷ মৃত্যু হয়েছে মোট চারজনের ৷ সুস্থ হয়ে উঠেছেন 19 জন ৷
কোরোনা আক্রান্তে এখনও পর্যন্ত সবথেকে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র ৷ 47 জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে তিনজন বিদেশি ৷ মারা গিয়েছেন একজন ৷ মহারাষ্ট্রের পরেই এই তালিকায় রয়েছে কেরালা, আক্রান্ত হয়েছেন 28 জন ৷ দিল্লিতে কোরোনায় আক্রান্ত হয়েছেন 17 জন ৷ উত্তরপ্রদেশে 19 জন আক্রান্ত হলেও, সরকারি সূত্রে জানানো হয়েছে নয়জন ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৷
কোরোনা সংক্রমণ রুখতে আগামী রবিবার থেকে এক সপ্তাহের জন্য কোনও আন্তর্জাতিক বিমানকে ভারতে অবতরণ করতে দেওয়া হবে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাল রাতে দেশবাসীকে আগামী রবিবার জনতা কারফিউ পালনের আহ্বান জানান ৷ তিনি অনুরোধ করেন সকলকে বাড়ি থেকেই কাজ করতে ৷ 10 বছরের নীচে ও 65 বছরের উপরের সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন তিনি ৷