দিল্লি, 26 অক্টোবর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা ছুঁল 80 লাখ ৷ গতকালের তুলনায় আবারও সামান্য বাড়ল কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ যদিও দেশে অপেক্ষাকৃত কমছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 49 হাজার 881 জন ৷ মৃত্যু হয়েছে 517 জনের ৷ সুস্থ হয়েছে 56 হাজার 480 জন ৷ দেশে সুস্থতার হার এখন 90 শতাংশ । গতকাল দেশে কোরোনা সংক্রমিত হয়েছিল 43 হাজার 893 জন ৷ মৃত্যু হয়েছিল 508 জনের ৷
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 80 লাখ 40 হাজার 203 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 20 হাজার 527 ৷ দেশে সুস্থ হয়ে উঠেছে মোট 73 লাখ 15 হাজার 989 জন ৷ এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত ৷ অন্যদিকে, দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 3 হাজার 687 জন ৷ যা গতকালের তুলনায় কমেছে 7 হাজার 116 জন । গতকাল দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 6 লাখ 10 হাজার 803 জন ৷