দিল্লি, 31 অক্টোবর : দেশে কমল কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 48 হাজার 268 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 48 হাজার 648 জন ৷ মৃত্যু হয়েছে 551 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 563 ৷ চলতি সপ্তাহের শুরুতে মৃত্যুর সংখ্যাটা একটু হলেও বেড়েছিল ৷ তবে, সপ্তাহ শেষে কমের দিকেই কোরোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷ এদিকে, সুস্থতার সংখ্যাও দেশে ক্রমশ বাড়ছে ৷ একদিনে সুস্থ হয়েছে 59 হাজার 454 জন ৷ গতকাল সেই সংখ্যাটি ছিল 57 হাজার 386 জন ৷
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 81 লাখ 37 হাজার 119 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 21 হাজার 641 ৷ দেশে সুস্থ হয়ে উঠেছে মোট 74 লাখ 32 হাজার 829 জন ৷ এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত ৷ অন্যদিকে, দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 82 হাজার 649 জন ৷ যা গতকালের তুলনায় কমেছে 11 হাজার 737 জন ৷ গতকাল দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 5 লাখ 94 হাজার 386 জন ৷