পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 20 হাজার

দেশে কোরোনায় মৃতের সংখ্যা 20 হাজারের গণ্ডি ছাড়াল ৷ অন্যদিকে আক্রান্তের সংখ্যাও মাত্র চারদিনে ছয় লাখ থেকে বেড়ে সাত লাখে পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে 22,252 জন ৷

coronavirus
coronavirus

By

Published : Jul 7, 2020, 10:31 AM IST

দিল্লি, 7 জুলাই : সাত লাখ ছুঁল দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ মৃতের সংখ্যাও ছাড়াল 20 হাজারের গণ্ডি ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 22,252 জন কোরোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে 467 জনের ৷

মাত্র চারদিন আগেই দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল ছয় লাখ ৷ দ্রুত সংক্রমণের ফলে তা সাত লাখের গণ্ডি ছাড়িয়ে গেল ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 19 হাজার 665 ৷ এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা 2 লাখ 59 হাজার 557 ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 4 লাখ 39 হাজার 947 জন এবং মৃত্যু হয়েছে 20,160 জনের ৷ দেশে বর্তমানে সুস্থ হওয়ার হার 61.13 শতাংশ ৷

দেশে আক্রান্তের নিরিখে প্রথমে রয়েছে মহারাষ্ট্র ৷ বর্তমানে এই রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 11 হাজার 987 এবং মৃত্যু হয়েছে 9,026 জনের ৷ তালিকায় এরপরেই রয়েছে তামিলনাড়ু, সেখানে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 14 হাজার 978 ৷ তবে মৃতের সংখ্যা কিছুটা কম, এই রাজ্যে 1,571 জনের মৃত্যু হয়েছে ৷ রাজধানীতেও আক্রান্তের সংখ্যা এক লাখ পার করেছে ৷ বর্তমানে দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 823 , মৃত্যু হয়েছে 3115 জনের ৷

অন্যদিকে, দেশে মোট 1 কোটি 2 লাখ 11 হাজার 92টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে ৷ দেশে গতকাল মোট 2 লাখ 41 হাজার 430টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details