পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত 60, আক্রান্ত 1463 - corona infection

স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 28,380 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,463জন ।

লব আগরওয়াল
লব আগরওয়াল

By

Published : Apr 27, 2020, 7:28 PM IST

দিল্লি, 27 এপ্রিল : গত 24 ঘণ্টায় দেশে মারা গিয়েছেন 60জন কোরোনা আক্রান্ত রোগী । নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 1,463 জন । বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 28,380 । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আজ এমনই তথ্য প্রকাশ করা হয়েছে । পাশাপাশি জানানো হয়, একদিনে মৃতের সংখ্যা বিগত দিনগুলির মধ্যে সর্বোচ্চ ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, গত 24 ঘণ্টায় দেশে কোরোনা মুক্ত হয়েছেন 381জন । বর্তমানে কোরোনা আক্রান্তের সুস্থ হওয়ার হার 22.17 শতাংশ । স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 28,380 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,463জন ।

বর্তমানে 21,132 জনের চিকিৎসা চলছে । 6,362জন সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 886জনের ।

লব আগরওয়াল প্রেস বিবৃতিতে বলেন, "গত 28 দিনে দেশের 16টি জেলায় নতুন করে কোরোনা সংক্রমণের কোনও খবর নেই । নতুন তিনটি জেলা এই তালিকায় যোগ হয়েছে । সেগুলি হল, মহারাষ্ট্রের গন্দিয়া, কর্নাটকের দেভাঙ্গেরে ও বিহারের লক্ষীসরাই ।" এছাড়া অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 85টি জেলায় গত 14দিনে নতুন করে কোনও কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details