দিল্লি, 27 এপ্রিল : গত 24 ঘণ্টায় দেশে মারা গিয়েছেন 60জন কোরোনা আক্রান্ত রোগী । নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 1,463 জন । বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 28,380 । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আজ এমনই তথ্য প্রকাশ করা হয়েছে । পাশাপাশি জানানো হয়, একদিনে মৃতের সংখ্যা বিগত দিনগুলির মধ্যে সর্বোচ্চ ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, গত 24 ঘণ্টায় দেশে কোরোনা মুক্ত হয়েছেন 381জন । বর্তমানে কোরোনা আক্রান্তের সুস্থ হওয়ার হার 22.17 শতাংশ । স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়, বর্তমানে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 28,380 । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,463জন ।