দিল্লি, 22 অগাস্ট : 6 মাস পর ককপিটে ফিরলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান । বায়ুসেনার এক আধিকারিক জানান, ইতিমধ্যেই তিনি যুদ্ধবিমান MIG-21 চালাতে শুরু করে দিয়েছেন ।
14 ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলা করে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদ । এর বারোদিনের মাথায় 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে ভারতীয় বায়ুসেনা । পরেরদিন 27 ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান বায়ুসেনা F-16 যুদ্ধবিমান । পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান । যার মধ্যে একটি MIG-21 বাইসন বিমান চালাচ্ছিলেন অভিনন্দন । তিনি একটি F-১৬ বিমানকে ঘায়েল করেন । ওইসময় পাকিস্তান তাঁর বিমানটিকে গুলি করে ৷ উইং কমান্ডার অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে করে ঝাঁপ দেন । এরপর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ল্যান্ড করেন তিনি । সেখানে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয় ।
দীর্ঘ টালবাহানার পর 1 মার্চ রাত 9টা 21 মিনিটে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশের মাটিতে পা রাখেন উইং কমান্ডার অভিনন্দন । সেদিন রাতেই তাঁকে দিল্লি ক্যান্টনমেন্টের রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দু'দিন ধরে সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করা হয় । জানানো হয় আরও এক সপ্তাহের বেশি তাঁকে হাসপাতালেই কাটাতে হবে ।