বেঙ্গালুরু, 29 জুলাই : টানা নাটকের পর কয়েকদিন আগেই পড়েছে কর্নাটকের JD(S)-কংগ্রেস জোট সরকার । এর পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন BJP-র বি এস ইয়েদুরাপ্পা । এবার তাঁর সামনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা । আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি । বলেন, "সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে আমি একশো শতাংশ নিশ্চিত ।"
আজ কর্নাটকে আস্থা ভোট । তার আগে কর্নাটক বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে স্বস্তিতে BJP । গতকাল কংগ্রেস ও JD(S)-এর 14 বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করেন স্পিকার আর রমেশ কুমার । আর তাঁর এই সিদ্ধান্তের জেরেই ইয়েদুরাপ্পার গলায় আত্মবিশ্বাসের সুর । স্পিকারের এই সিদ্ধান্তের জেরে চলতি বিধানসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আর ভোটে লড়তে পারবেন না ওই বিধায়করা । আজকের আস্থাভোটেও অংশ নিতে পারবেন না তাঁরা । ফলে কর্নাটক বিধানসভার ম্যাজিক ফিগার কমে দাঁড়িয়েছে 105-এ । যা BJP-র কাছে রয়েছে ।