পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে একশো শতাংশ নিশ্চিত : ইয়েদুরাপ্পা - jds

আজ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা । আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা ।

ইয়েদুরাপ্পা

By

Published : Jul 29, 2019, 9:01 AM IST

Updated : Jul 29, 2019, 9:25 AM IST

বেঙ্গালুরু, 29 জুলাই : টানা নাটকের পর কয়েকদিন আগেই পড়েছে কর্নাটকের JD(S)-কংগ্রেস জোট সরকার । এর পরই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন BJP-র বি এস ইয়েদুরাপ্পা । এবার তাঁর সামনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পরীক্ষা । আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তিনি । বলেন, "সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের বিষয়ে আমি একশো শতাংশ নিশ্চিত ।"

আজ কর্নাটকে আস্থা ভোট । তার আগে কর্নাটক বিধানসভার স্পিকারের সিদ্ধান্তে স্বস্তিতে BJP । গতকাল কংগ্রেস ও JD(S)-এর 14 বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করেন স্পিকার আর রমেশ কুমার । আর তাঁর এই সিদ্ধান্তের জেরেই ইয়েদুরাপ্পার গলায় আত্মবিশ্বাসের সুর । স্পিকারের এই সিদ্ধান্তের জেরে চলতি বিধানসভার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আর ভোটে লড়তে পারবেন না ওই বিধায়করা । আজকের আস্থাভোটেও অংশ নিতে পারবেন না তাঁরা । ফলে কর্নাটক বিধানসভার ম্যাজিক ফিগার কমে দাঁড়িয়েছে 105-এ । যা BJP-র কাছে রয়েছে ।

প্রায় তিন সপ্তাহ চলা নাটকে পরদা পড়েছিল আস্থাভোটে কুমারস্বামীর হারের পর । সেই আস্থাভোটের এক সপ্তাহ পার না হতেই আরও একটি আস্থাভোট কর্নাটকের বিধানসৌধে ।

এর আগে আস্থা হারিয়ে গত বছরই ইস্তফা দিয়েছিলেন ইয়েদুরাপ্পা ৷ সেই সময় দলীয় নেতৃত্বের প্রতি তাঁর বার্তা ছিল, "ভরসা রাখুন, এই পরাজয়ের শোধ তুলব 2019-এ । এ বার নতুন করে সুযোগ তাঁর সামনে ৷"

এরপর গত বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন হয় ৷ 224 আসনের মধ্যে দুটি আসনে ভোট স্থগিত ছিল ৷ সংখ্যাগরিষ্ঠতা পেলেও ম্যাজিক ফিগার 112 টপকাতে পারেনি গেরুয়া শিবির ৷ তাদের ছিল 104টি আসন ৷ 78টি আসন ছিল কংগ্রেসের দখলে ৷ জনতা দল (সেকুলার) জিতেছিল 37টি আসনে ৷ একটি আসন পেয়েছিল মায়াবতীর BSP ৷ দুটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী ৷ এদের মধ্যে একজন পরে BJP-কে সমর্থন করেন ৷

Last Updated : Jul 29, 2019, 9:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details