মুম্বই, 8 ফেব্রুয়ারি : কেন্দ্র তথা বিজেপির চাপেই কি কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক সেলেবদের পালটা টুইট করতে বাধ্য় হয়েছিলেন ভারতীয় তারকারা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার৷ তদন্ত করবে রাজ্য়ের গোয়েন্দা বিভাগ৷ সোমবার টুইটারে একথা জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ প্রসঙ্গত, এই ইশুতে আগেই তদন্তের দাবি জানিয়েছিল সরকারের জোটসঙ্গী কংগ্রেস৷ তারপরই এই পদক্ষেপের কথা জানালেন দেশমুখ৷
মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত-সহ দলের বেশ কয়েকজন নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন৷ সেখানেও এই ঘটনায় তদন্তের দাবি তোলেন কংগ্রেস নেতারা৷ প্রসঙ্গত, কোরোনা আক্রান্ত হওয়ায় আপাতত হোম আইসোলেশনে আছেন অনিল দেশমুখ৷