পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিজেপির চাপে টুইট সচিন, লতাদের? তদন্ত করবে মহারাষ্ট্র সরকার

বিজেপির চাপেই কি ঐক্যবদ্ধ ভারতের বার্তা দিয়ে টুইট করেছিলেন সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকররা? তা জানতেই তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার৷ সোমবার টুইটারে রাজ্য়ের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, রাজ্য়ের গোয়েন্দা দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

By

Published : Feb 8, 2021, 6:25 PM IST

Updated : Feb 8, 2021, 6:36 PM IST

Will probe if Sachin Tendulkar, Lata Mangeshkar, others were forced to tweet on Rihanna: Maharashtra Govt
বিজেপির চাপেই টুইট সচিন, লতাদের? জানতে তদন্ত করাবে মহারাষ্ট্র সরকার

মুম্বই, 8 ফেব্রুয়ারি : কেন্দ্র তথা বিজেপির চাপেই কি কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক সেলেবদের পালটা টুইট করতে বাধ্য় হয়েছিলেন ভারতীয় তারকারা? সেই প্রশ্নের উত্তর খুঁজতে এবার তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্র সরকার৷ তদন্ত করবে রাজ্য়ের গোয়েন্দা বিভাগ৷ সোমবার টুইটারে একথা জানালেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ প্রসঙ্গত, এই ইশুতে আগেই তদন্তের দাবি জানিয়েছিল সরকারের জোটসঙ্গী কংগ্রেস৷ তারপরই এই পদক্ষেপের কথা জানালেন দেশমুখ৷

মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত-সহ দলের বেশ কয়েকজন নেতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন৷ সেখানেও এই ঘটনায় তদন্তের দাবি তোলেন কংগ্রেস নেতারা৷ প্রসঙ্গত, কোরোনা আক্রান্ত হওয়ায় আপাতত হোম আইসোলেশনে আছেন অনিল দেশমুখ৷

আরও পড়ুন:সচিন, লতাদের টুইট করতে বলা উচিত হয়নি সরকারের; মন্তব্য রাজ ঠাকরের

কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সম্প্রতি টুইট করেন গ্রেটা থুনবার্গ, রিয়ানা, মিয়াঁ খালিফার মতো আন্তর্জাতিক সেলেবরা৷ এরপরই ঐক্যবদ্ধ ভারতের পক্ষে সওয়াল করে পালটা টুইট শুরু করেন ভারতীয় তারকাদের একাংশ৷ সেই দলে নাম রয়েছে সচিন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তীরও৷ তাঁদের এই অবস্থানে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনুরাগীরা৷ সমালোচনা শুরু করেছে বিজেপি-বিরোধী দলগুলি৷ মুখ খুলেছেন শরদ পাওয়ার, রাজ ঠাকরের মতো নেতারা৷

Last Updated : Feb 8, 2021, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details