পটনা, 23 ফেব্রুয়ারি : ভাই তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হলে তারপরে বাঁশি বাজাবেন তিনি । আজ এই কথাই বললেন RJD নেতা তেজপ্রতাপ যাদব ।
পটনায় বেকারত্ব দূরীকরণ নিয়ে এক মিছিলে আজ উপস্থিত ছিলেন তেজপ্রতাপ যাদব । সেখান থেকেই তিনি বলেন, " সবাই আমাকে প্রশ্ন করছে, আমি কখন বাঁশি বাজাব? আমি বলতে চাই, তেজস্বী বিহারের মুখ্যমন্ত্রী হলে, তারপরেই আমি বাঁশি বাজাব ।"