পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"আমি ওকে রক্ষা করব না" ধর্ষণে অভিযুক্ত ছেলের সম্পর্কে মন্তব্য CPI(M) নেতার - Kodiyeri Balakrishnan

সম্প্রতি কোডিয়েরি বালকৃষ্ণনের ছেলে বিনয় বালকৃষ্ণনের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলায় দায়ের করে মুম্বই পুলিশ ।

কোডিয়েরি বালকৃষ্ণন

By

Published : Jun 22, 2019, 10:56 PM IST

Updated : Jun 22, 2019, 11:37 PM IST

তিরুবনন্তপুরম, 22 জুন :"আমি ওকে রক্ষা করব না" নিজের ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা সম্পর্কে একথা বললেন কেরলের CPI(M) রাজ্য সম্পাদক কোডিয়েরি বালকৃষ্ণন । সম্প্রতি বালকৃষ্ণনের ছেলে বিনয়ের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলায় দায়ের করেছে এক মহিলা । ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ ।

এই বিষয়ে আজ বালকৃষ্ণন বলেন, "আমার পরিবারের সদস্যের ভুলের দায় আমি ও আমার দল নেবে না । ওর (বিনয়) কর্মের ফল ওকে ভুগতে হবে ।" তিনি আরও বলেন, "তদন্তের পর সত্য প্রকাশিত হবে । কিন্তু , যদি বিনয় একাজ করে থাকে তাহলে এবিষয়ে আমি এবং আমার দল ওকে কখনই সাহায্য করব না । সে সাবালক । কীভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণিত করবে সেটা তার ব্যাপার । আমি এব্যাপারে হস্তক্ষেপ করতে ইচ্ছুক নই ।"

তবে অন্য একটি সূত্রে জানা গেছে, যে মহিলা বিনয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে বিনয়ের দীর্ঘ দিনের সম্পর্ক ছিল । তাঁদের একটি আট বছরের সন্তানও রয়েছে । পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে ।

Last Updated : Jun 22, 2019, 11:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details