দিল্লি, 17 জুন : চাপটা বাড়ছিলই। ফলে সপ্তম দফার ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল শুরুও করে দিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি । নাথুরাম গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভোপালের BJP প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞাকে শোকজ় করে জবাবও তলব করেছিলেন অমিত শাহ । আর এ বার চরম বার্তাটা দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কড়া ভাষায় বুঝিয়ে দিলেন, বাপু ( মোহনদাস করমচাঁদ গান্ধি) প্রসঙ্গে কেউ খারাপ মন্তব্য করলে তাঁকে ক্ষমা করা হবে না । সাধ্বীর নাম করেই বুঝিয়ে দিলেন তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে দল ।
গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে বিতর্ক তৈরি করেন ভোপালের BJP প্রার্থী প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা। দলের চাপে শেষ পর্যন্ত ক্ষমা চাইতেও বাধ্য হন তিনি। যদিও তাতে BJP-র অস্বস্তি কাটেনি । সম্প্রতি নাথুরাম গডসেকে ‘স্বাধীন ভারতের প্রথম হিন্দু জঙ্গি’ বলায় দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসনকে নিয়ে জলঘোলা কিছু কম হয়নি । এর উত্তরে ‘হিন্দু কখনও জঙ্গি হতে পারে না’ বলে মন্তব্য করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । গত বৃহস্পতিবার আরও এক ধাপ এগিয়ে গডসেকে ‘দেশভক্ত’ বলে বসেন সাধ্বী প্রজ্ঞা । শেষ দফা ভোটের প্রচারে মালওয়া গিয়েছিলেন সাধ্বী। সেখানে তিনি বলেন, ‘‘নাথুরাম গডসে দেশভক্ত ছিলেন, দেশভক্ত আছেন এবং দেশভক্ত থাকবেন । যাঁরা তাঁকে সন্ত্রাসবাদী বলছেন, তাঁদের ভেবে দেখা উচিত । এই ভোটেই তাঁরা উপযুক্ত জবাব পাবেন ।’’