পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন : শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী - ttar Pradesh Chief Minister Yogi Adityanath

২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা করলেন শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী

শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী

By

Published : Feb 11, 2019, 11:24 PM IST

প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ), ১১ ফেব্রুয়ারি : অযোধ্যায় ২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আজ এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে একথা জানান শংকরাচার্য স্বরূপানন্দ সরস্বতী। তিনি বলেন, "রবিরার (১৭ ফেব্রুয়ারি) আমরা প্রয়াগরাজ থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেব। আর ২১ ফেব্রুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।"

স্বরূপানন্দ সরস্বতীর মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির ইশুতে মুখ খুলেছিলেন। বিধানসভায় তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে রাম মন্দির ইশুর সমাধান করা সম্ভব। তাঁর কথায়, "রামের জন্মভূমি হিসেবে বিশ্বজুড়ে অযোধ্যার পরিচিতি রয়েছে। সেই পরিচিতি কোনওভাবেই বিদেশি অনুপ্রবেশকারী বাবরের জন্য হয়নি। মানুষের বিশ্বাসকে সম্মান জানাতে হবে। এর আগেও আমি বলেছি, আদালতের উচিত মানুষের ভাবধারাকে সম্মান করা। এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, যেখানে রাম লাল্লা রয়েছেন সেখানেই মন্দির তৈরি হবে।"

যোগী আরও বলেন, "রাম মন্দিরের বিতর্ক এখনই মিটিয়ে ফেলতে হবে। জমি বাঁটোয়ারার কোনও প্রশ্নেই ওঠে না। একমাত্র বিতর্ক হল সেখানে রামের জন্মভূমি ছিল কি না। সেই বিতর্ক ইতিমধ্যে মেটানো হয়েছে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সমাধান সূত্র বের করতে ২৪ ঘণ্টার বেশি সময় লাগবে না।"

উল্লেখ্য, গত আট বছর ধরে রাম জন্মভূমি-বারবি মসজিদ বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছে। অনেকদিন ধরেই বিভিন্ন হিন্দু সংগঠনগুলি নিয়মিত শুনানির আর্জি জানিয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details