ভারতের সংবিধান প্রস্তুতকারক ড. বাবাসাহেব আম্বেদকর সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, ‘‘মানুষকে দিয়ে আবর্জনা পরিষ্কার করানোর কাজ খুবই খারাপ । এতে একজন মানুষের থেকে মানবিকতা কেড়ে নেওয়া হয় । এই কাজে কোনও পবিত্রতা নেই ।’’ মানুষদের দ্বারা আবর্জনা পরিষ্কার বন্ধ করার ডাক দিয়েছিলেন তিনি । বলেছিলেন, ভাঙ্গি ঝাড়ু ছোড়ো ( ঝাঁটা ফেলে দাও !) । তিনি এই খারাপ পেশাকে গৌরবান্বিত করার কাজ বন্ধ করতে বলেছিলেন । তারপর কয়েক দশক কেটে গিয়েছে । কিন্তু এখনও ভারতে মানুষের দ্বারা আবর্জনা পরিষ্কার করানোর কাজ হয় । মানুষের দ্বারা আবর্জনা পরিষ্কার করানোর বিরুদ্ধে আইন রয়েছে । কিন্তু তা এটাকে বন্ধ করার জন্য পর্যাপ্ত নয় । 2013 সালে কেন্দ্রীয় সরকার একটি আইনের খসড়া তৈরি করেছিল । যা হল, আবর্জনা পরিষ্কারের জন্য লোক নিয়োগ বন্ধ করা এবং তাঁদের পুনর্বাসন সংক্রান্ত আইন । কিন্তু এখনও তা পুরোপুরি ভাবে প্রয়োগ করা হয়নি । সরকার সংসদের বাদল অধিবেশনে আবর্জনা পরিষ্কারের জন্য মানুষের নিয়োগ রদ ও তাঁদের পুনর্বাসন (সংশোধন) বিল, 2020 পেশ করার পরিকল্পনা করছে । বর্তমানে যদি কোনও ব্যক্তি বা কোনও সংস্থা বিপজ্জনক নদর্মা পরিষ্কার ও সেপটিক ট্যাঙ্ক সাফাইয়ের কাজে কোনও ব্যক্তিকে নিয়োগ করে, তাহলে নিয়োগকারী ব্যক্তি বা সংস্থার মালিকের 5 বছরের জেল বা 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে । নতুন বিলে কেন্দ্রীয় সরকার আরও কঠিন সাজার ব্যবস্থা করার পরিকল্পনা করছে ।
মানুষের বর্জ্য পরিষ্কার করার জন্য সমাজের সবচেয়ে বঞ্চিত অংশকেই ব্যবহার করা হয় । শৌচালয় ব্যবস্থায় পরিবর্তন হওয়ার পরও তাঁদের জীবনযাপনের পরিস্থিতিতে কোনও পরিবর্তন আসেনি । প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা সেপটিক ট্যাঙ্ক, নর্দমা ও ম্যানহোল পরিষ্কারের মতো অমানবিক কাজ করে আসছেন । আবর্জনা পরিষ্কার করতে গিয়ে প্রতি বছর কয়েকশো মানুষের মৃত্যু হয় । শুধুমাত্র 2019 সালে 119 জন কর্মী প্রাণ হারিয়েছেন । 2016 সাল থেকে 2019 সালের মধ্যে সারা দেশে সেপটিক ট্যাঙ্ক ও নর্দমা পরিষ্কার করতে গিয়ে 282 জন কর্মী মারা গিয়েছেন । সাফাই কর্মচারী আন্দোলন (SKA) এর অভিযোগ, থানায় যে অভিযোগগুলি নথিভুক্ত হয়েছে, এই সংখ্যা তার ভিত্তিতেই তৈরি হয়েছে । তবে, মৃত্যুর আসল সংখ্যা এর থেকে অনেক বেশি । সাফাই কর্মচারীদের জাতীয় কমিশন (NCSK) তৈরি করা হয়েছিল সাফাই কর্মীদের ভালো-মন্দ দেখার জন্য । তাঁরা জানিয়েছে যে, 2017 সালের জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে সেপটিক ট্যাঙ্ক ও ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে 127 জন সাফাই কর্মীর মৃত্যু হয়েছে । কিন্তু SKA এর হিসেব অনুযায়ী, ওই সময়ের মধ্যে শুধুমাত্র জাতীয় রাজধানী অঞ্চলে 429 জন সাফাই কর্মীর মৃত্যু হয়েছে ।