দিল্লি, 10জুন : উপ-রাজ্যপাল অনিল বৈজলের প্রস্তাব মেনে চলা হবে বলে জানালেন অরবিন্দ কেজরিওয়াল । কেজরিওয়াল সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন উপ-রাজ্যপাল । সেই মতোই কাজ করবে দিল্লি সরকার বলে জানালেন কেজরিওয়াল । দিল্লিবাসীর জন্য বেসরকারি এবং দিল্লির সরকারি হাসপাতালে বেড সংরক্ষণের ঘোষণা করেছিলেন কেজরিওয়াল । সেই ঘোষণার বিরোধিতা করে উপ-রাজ্যপাল প্রত্যেকের সমানভাবে চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছিলেন । আজ কেজরিওয়াল অনলাইন বিবৃতিতে জানান, এই সময় রাজনীতির নয় । তর্ক-বিতর্কের সময় নয় ।
দিল্লির বেসরকারি ও সরকারি হাসপাতালে কোরোনা সংক্রমিত দিল্লিবাসীর জন্য বেড সংরক্ষণের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তাঁর সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজল । প্রত্যেকে একইভাবে দিল্লিতে চিকিৎসা পাওয়া উচিত বলে আদেশ দিয়েছিলেন উপ-রাজ্যপাল । দিল্লিবাসী বা দিল্লির অধিবাসী নয়, এই বৈষম্যে চিকিৎসাক্ষেত্রে থাকা উচিত না বলে সোমবার জানিয়েছিলেন তিনি । পাশাপাশি যে ব্যক্তির COVID-19-র উপসর্গ আছে তাঁরই শুধু পরীক্ষা করা হবে । কিংবা কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিরও সোয়াব টেস্ট করা হবে বলে জানান অনিল বৈজল ।
আজ অনিল বৈজলের প্রস্তাব মেনে নিলেন কেজরিওয়াল । প্রথমত, এই সময় তর্কের নয় বলে তিনি জানালেন । পাশাপাশি সংকটের সময় নিয়ে আরও একবার সচেতন করলেন তিনি । মনে করিয়ে দিলেন, অনেক মানুষ বাইরে থেকে দিল্লিতে চিকিৎসার জন্য আসবেন প্রত্যেকের । চিকিৎসার জন্য প্রয়োজনীয় বেড এবং চিকিৎসা পরিকাঠামো তৈরি করতে হবে ।