পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশজুড়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, NRC ইশুতে বললেন অমিত শাহ - Rajya Sabha

গোটা দেশে যত অবৈধ অনুপ্রবেশকারী আছে, সবাইকে চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে । রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

রাজ্যসভায় অমিত শাহ

By

Published : Jul 17, 2019, 4:48 PM IST

Updated : Jul 17, 2019, 6:07 PM IST

দিল্লি, 21 জুলাই : গোটা দেশে যত অনুপ্রবেশকারী আছে, প্রত্যেককে চিহ্নিত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । রাজ্যসভায় আজ NRC ইশুতে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

রাজ্যসভায় আজ সমাজবাদী পার্টির সাংসদ জাভেদ আলি জানতে চান, অসমের মতো প্রতিটি রাজ্যেই কি NRC চালু হবে ? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যে নির্বাচনী ইস্তেহারের ভিত্তিতে BJP দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে, সেই ইস্তেহারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হল NRC । দেশের প্রতিটি ইঞ্চিতে যত অনুপ্রবেশকারী আছে, তাদের সবাইকে চিহ্নিত করা হবে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন : "আপনার মনে ভয় থাকলে কী করতে পারি ?", ওয়েইসিকে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

পাশাপাশি অমিত শাহ জানান, সামান্য দেরি হলেও কোনওরকম ভুলত্রুটি ছাডা়ই NRC প্রয়োগ করা হবে । সরকার সতর্ক রয়েছে । NRC-র জেরে কোনও অনুপ্রবেশকারী ছাড় পাবে না ।

Last Updated : Jul 17, 2019, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details