পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাজেটের প্রভাব জানতে সোমবার পর্যন্ত অপেক্ষা করুন : নির্মলা - ২০২০ সালের বাজেটে রাজস্ব আদায়

বাজেট পেশের দিনেই হোঁচট খেল শেয়ার বাজার ৷ সেনসেক্স পড়ল 987 পয়েন্ট ৷ নিফটি পড়ল 300 পয়েন্টেরও বেশি ৷ নতুন বাজেটের প্রভাব কেমন পড়তে চলেছে শেয়ার বাজারে ? উত্তর পেতে হলে একটি সাধারণ কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতেই হবে বলে মনে করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

Union Budget 2020
ফাইল ছবি

By

Published : Feb 2, 2020, 9:57 AM IST

দিল্লি, 2 ফেব্রুয়ারি : শেয়ার বাজারে কতটা প্রভাব ফেলল এবারের বাজেট? জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে সোমবার পর্যন্ত ৷ এমনটাই বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

গতকাল বাজেট পেশকে ঘিরে শুরু থেকেই দোলাচলে ছিল শেয়ার বাজার ৷ বাজার খোলার কিছু সময়ের মধ্যেই হোঁচট খায় সেনসেক্স ৷ পড়ে বেশ কিছুটা পয়েন্ট ৷ বাজেট সংক্রান্ত নির্মলা সীতারমনের ভাষণ শুরু হলে সেনসেক্স কিছুটা ঘুরে দাঁড়ালেও বাজেট যত গড়ায়, ততই নীচের দিকে নামতে থাকে সেনসেক্স ৷ বাজেট পেশের দিনে 987 পয়েন্টেরও বেশি ধাক্কা খায় সেনসেক্স ৷ পড়ে নিফটির সূচকও ৷ 300 পয়েন্টেরও বেশি পড়ে যায় নিফটির সূচক ৷

আরও পড়ুন : বাজেট 2020 : সেনসেক্স পড়ল 700 পয়েন্টেরও বেশি

এবারের বাজেটে একগুচ্ছ ছাড় দেওয়া হয়েছে করে ৷ পুরোনো কর ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে ৷ শনিবার সাধারণত শেয়ার বাজার বন্ধ থাকে ৷ তবে গতকাল শেয়ার কেনাবেচার জন্য খোলা ছিল বাজার ৷ নির্মলা সীতারমন মনে বলছেন, " শেয়ার বাজারে বাজেটের কতটা প্রভাব পড়ল, তা জানতে একটি সাধারণ কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷"

আরও পড়ুন : পড়লেন কবিতা, খেলেন চকোলেট ; দীর্ঘতম বাজেটের রেকর্ড নির্মলার

বর্তমানে ভারতের মন্থর আর্থিক বৃদ্ধির অন্যতম কারণ পণ্য ও পরিষেবার চাহিদা হ্রাস ৷ নতুন কর কাঠামোয় মানুষের হাতে বাড়তি টাকা আসবে ৷ এরফলে পণ্যের চাহিদাও বাড়বে বলে মনে করছেন কর বিশেষজ্ঞদের একাংশ ৷ আগামী আর্থিক বছরে 10 শতাংশ পর্যন্ত বৃদ্ধির আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী ৷ রাজস্ব ঘাটতিও চলতি বছরে 3.8 ও আগামী বছরে 3.5-এর মধ্যে থাকবে বলে আশাবাদী তিনি ৷

আরও পড়ুন : বাজেটে কীসের দাম বাড়ছে ও কমছে ?

এবারের বাজেটে কর্পোরেট বন্ডের ক্ষেত্রে উর্ধ্বসীমা 9 শতাংশ থেকে বাড়িয়ে 15 শতাংশ করা হয়েছে ৷ FPI-এর উর্ধ্বসীমা বাড়ানোর ফলে দেশের আর্থিক শ্রীবৃদ্ধি হওযার সম্ভাবনা বাড়বে বলেও মনে করছেন অর্থনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷ বিশ্ববাজারে বাড়তে পারে টাকার মূল্যও ৷

ABOUT THE AUTHOR

...view details