পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোষ পোঁতার নামে স্বামীকে পুঁতল মহিলা - Buffalo

পুলিশ জানিয়েছে, মোষ মারা গেছে, তাকে পুঁতবে বলে মাটি খনন করায় মহিলা । পরে অন্ধকারে সেই গর্তে স্বামীকে পুঁতে দেয় ।

ছবি
ছবি

By

Published : Sep 6, 2020, 6:48 PM IST

বেলাগাভি (কর্নাটক), 6 সেপ্টেম্বর : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের । স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী । আর্থ মুভিং মেশিন দিয়ে গর্ত খুলে মোষ পোঁতার নামে স্বামীর দেহ পোঁতে সে । তাকে সাহায্য করে তার পরিবারের সকলে । পরে বিষয়টি সামনে আসে । সকলেই আপাতত পলাতক ।

বেলাগাভির বেলগাউমের হাঁচালা গ্রামে বাড়ি অনিতা ও সচিনের । কয়েকবছর আগে তাদের বিয়ে হয় । বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল । কিন্তু সম্পর্কে ভাটা পড়ে অনিতার অন্য প্রেম জানাজানি হলে । বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দু'জনের মধ্যে প্রায়ই ঝামেলা হত । গতকাল একটি লাঠি দিয়ে সচিনকে মারে অনিতা । ঘটনাস্থানেই তার মৃত্যু হয় । নিজের পোষা মোষ মারা গেছে, তাকে পুঁতবে বলে আর্থ মুভিং মেশিন ডাকে অনিতা । ভোর রাতে মাটি খনন চলে ।

আর্থ মুভিং মেশিন চলে গেলে সচিনের দেহ পুঁতে দেওয়া হয় । অনিতাকে সাহায্য করে তার মা, বোন ও ভাই । কিছুদিন পর জানাজানি হয় ঘটনা । পালিয়েছে চারজনই । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । চারজনকে খোঁজা শুরু করেছে তারা ।

ABOUT THE AUTHOR

...view details