হায়দরাবাদ, 18 জুন : আজ শহিদ কর্নেল সন্তোষ বাবুর শেষকৃত্যে ভিড় জমিয়েছিল হাজারেরও বেশি মানুষ ৷ সোমবার রাতে ভারত-চিন সংঘর্ষে শহিদ হন তিনি ৷ তাঁর শেষকৃত্যের সময় মায়ের কোলে দেখা যায় চার বছরের ছেলে অনিরুদ্ধকেও ৷ শেষকৃত্যের সমস্ত কাজ সম্পন্ন করেন শহিদ কর্নেলের বাবা ৷
চোখের জলে বিদায় শহিদকে
শহিদ কর্নেল সন্তোষ বাবুকে বিদায় জানাতে উপস্থিত হাজারের বেশি মানুষ ৷ চোখের জলে তাঁকে বিদায় জানালেন স্ত্রী ও ছেলে ৷ শেষকৃত্যের কাজ সম্পন্ন করলেন তাঁর বাবা ৷
শ্মশানের ভিড় থেকে শোনা যায় "সন্তোষবাবু অমর রহে", "বন্দেমাতরম"-র মতো স্লোগান ৷ শহিদ কর্নেলের শববাহী সেনাবাহিনীর গাড়ির উপরও পুষ্পবৃষ্টি করে সাধারণ মানুষ ৷ জাতীয় পতাকায় মোড়া কফিনবন্দী দেহ একবার দেখার জন্য ভিড় জমিয়েছিল শ'য়ে শ'য়ে মানুষ ৷ সূর্যপেট শহরের সমস্ত দোকান ও ব্যবসা কর্নেলকে শ্রদ্ধা জানিয়ে বন্ধ রাখা হয় ৷ সমস্ত নিয়মের পর রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় ৷
গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘর্ষে শহিন হন 20 জন সেনাকর্মী ৷ 45 বছরে এই প্রথম মারাত্মক সংঘর্ষ বাধে ৷ বেজিংয়ের তরফে হতাহতের কোনও খবর বা তথ্য জানানো হয়নি ৷ তবে সেনাসূত্রে খবর, প্রায় 45 জন চিনা সেনা মৃত বা আহত ৷