পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বারাণসীতে মোদির বিরুদ্ধে না লড়ার সিদ্ধান্ত প্রিয়াঙ্কারই : সাম পিত্রোদা - inc

বারাণসীতে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধিকে দাঁড় করানো হল না কেন ? কারণ খোলসা করলেন কংগ্রেস নেতা সাম পিত্রোদা

ফাইল ফোটো

By

Published : Apr 27, 2019, 8:23 AM IST

Updated : Apr 27, 2019, 9:39 AM IST

দিল্লি, 27 এপ্রিল : বারাণসী । প্রিয়াঙ্কা গান্ধি বঢরা । চর্চা চলছিল অনবরত । কংগ্রেস কর্মীরাও আশায় আশায় দিন গুণছিলেন এবার হয়ত টাফ ফাইট দেওয়া যাবে । আশার আলো জাগিয়েছিলেন খোদ প্রিয়াঙ্কাই । কিন্তু, কোথায় কী ? নরেন্দ্র মোদির বিরুদ্ধে অজয় রাইয়ের নাম ঘোষণার পর হতাশ কংগ্রেস কর্মীদেরই একাংশ । আড়ালে-আবডালে অনেকেই বলছেন, মোদির বিরুদ্ধে লড়তে গেলে জননেতার দরকার পড়ে । নাম অজয় হলেই কেউ অজেয় হতে পারে না । কিন্তু, মোদির বনাম প্রিয়াঙ্কা লড়াই না হওয়ার সিদ্ধান্ত কার ? কংগ্রেস নেতা সাম পিত্রোদা বলছেন, "সিদ্ধান্ত প্রিয়াঙ্কারই ।"

ফেব্রুয়ারিতে কংগ্রেসে যোগ দেন প্রিয়াঙ্কা । দায়িত্ব দেওয়া হয় উত্তর প্রদেশের পূর্বাংশের । ময়দানে নেমে ইন্দিরা গান্ধির ভঙ্গিমায় জনসংযোগ শুরু করেন । সেই হাঁটাচলা, সেই কথা বলার ধরন দেখে কংগ্রেস কর্মীরা ভাবতে শুরু করেন, ইন্দিরাই যেন ফিরে এসেছেন । আশার আলো জেগে ওঠে । ইতিমধ্যে এই কেন্দ্রে ফের একবার নরেন্দ্র মোদির নাম ঘোষণা করে BJP । কংগ্রেস প্রার্থী কে হবেন ? আশা-আশঙ্কা সবই ছিল প্রিয়াঙ্কাকে নিয়ে । একাধিক কর্মী তাঁকে রায়বেরিলি থেকে দাঁড়াতে বলেছিলেন ? প্রিয়াঙ্কা প্রশ্ন ছুঁড়েছিলেন, "বারাণসী নয় কেন ?" সেদিন হাততালিতে ফেটে পড়েছিল গোটা হল ।

দিন কেটেছে । প্রচারেও মোদিকে বারবার একহাত নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন প্রিয়াঙ্কা । কিন্তু, বারাণসী থেকে তাঁকে প্রার্থীই করা হল না । গতবারের থার্ড বয় অজয় রাই পেলেন সুযোগ । কংগ্রেস কর্মীদের মনেই প্রশ্ন জাগছে, প্রিয়াঙ্কা নয় কেন ? জবাব দিলেন সাম পিত্রোদা । কংগ্রেসের এই প্রবীণ নেতা বলেন, "ও নিজেই চায়নি । কারণ, ওর অনেক দায়িত্ব । একটি আসনের উপর বিশেষ নজর রাখতে চাইছে না ।"

নিন্দুকেরা কী আর সে কথা শোনে ? অনেকেই বলছেন, কথায় আছে যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধে হয় । আর যেখানে হারের ভয়, সেখানে না দাঁড়ানোই ভালো ।

Last Updated : Apr 27, 2019, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details