পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেন বাদ মুসলিমরা ? CAA-র প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন চিদম্বরমের - শাহিনবাগ

অমিত শাহ কলকাতায় শহিদ মিনারের জনসভায় গতকাল বলেছিলেন, সংখ্যালঘুদের উপর CAA-র কোনও প্রভাব পড়বে না ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরেই CAA-র প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

CAA
ছবি

By

Published : Mar 2, 2020, 8:01 AM IST

দিল্লি, 2 মার্চ : রাজধানীতে পরিবেশ এখনও থমথমে ৷ CAA নিয়ে বিক্ষোভে অশান্তির আঁচ এখনও পুরোপুরি কমেনি ৷ এরই মধ্যে এবার CAA-র প্রাসঙ্গিকতা নিয়ে সরকারকে প্রশ্ন করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম ৷ বললেন, "CAA যদি সংখ্যালঘুদের স্বার্থের কথা ভেবেই তৈরি হয়ে থাকে, তবে এই আইন থেকে মুসলিমদের বাদ দেওয়া হল কেন?"

গতকাল কলকাতায় শহিদ মিনারের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংখ্যালঘুদের আশ্বস্ত করে বলেছিলেন, " নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য কারও নাগরিকত্ব হারাবে না ৷" সেই প্রসঙ্গ টেনেই এবার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নের মুখে ফেলে দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ৷

টুইটারে গতরাতে তিনি লেখেন, "CAA যদি সমস্ত সংখ্যালঘুদের স্বার্থে তৈরি হয়ে থাকে (স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এই আইন সব সংখ্যালঘুদের স্বার্থে তৈরি), তবে মুসলিমদের কেন এই আইনের থেকে বাদ দেওয়া হল?" তিনি টুইটে আরও জানান, "স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংখ্যালঘুদের উপর এই আইনের কোনও প্রভাব পড়বে না ৷ যদি তা ঠিক হয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে হবে কাদের জন্য এই আইন আনা হয়েছে ৷ যদি কারও উপরেই এই আইনের প্রভাব না পড়ে, তবে এই সংশোধনী আইন কেন পাশ করানো হল?"

2019 লোকসভা নির্বাচনের পর এই প্রথম কলকাতায় জনসভা করলেন অমিত শাহ ৷ ওই জনসভা থেকেই তিনি বলেন,"বিরোধীরা সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে ৷ সমস্ত সংখ্যালঘু মানুষদের আমি আশ্বাস দিচ্ছি, CAA শুধুমাত্র নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় ৷ এই আইন আপনাদের নাগরিকত্বের উপর কোনও প্রভাব ফেলবে না ৷"

ABOUT THE AUTHOR

...view details