দিল্লি, 12 অক্টোবর : GST ক্ষতিপূরণ ইশুতে কেন্দ্রীয় প্রস্তাবে রাজি হয়েছিল বেশ কয়েক'টি রাজ্য । আজ সেই সমস্ত রাজ্যের সাধারণ মানুষের কাছে রাহুল গান্ধির প্রশ্ন, " কেন রাজ্য ও তাঁদের ভবিষ্যৎ এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বন্ধক রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ?"
প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধির টুইট, " 1. কেন্দ্র রাজ্যগুলিকে GST থেকে আয়ের প্রতিশ্রুতি দেয় । 2. কোরোনা এবং প্রধানমন্ত্রীর জন্য দেশের অর্থনীতি নিম্নগামী । 3. কর্পোরেট সংস্থাগুলিকে 1.4 লাখ কোটি টাকার কর ছাড় দিয়ে প্রধানমন্ত্রী নিজের জন্য দু'টি বিমান কিনেছেন । 4. কিন্তু রাজ্যগুলিকে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে টাকা নেই । 5. পরিস্থিতি মোকাবিলা জন্য রাজ্যগুলিকে ধার নেওয়ার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । " এরপরেই তিনি প্রশ্ন তোলেন, "কেন আপনাদের মুখ্যমন্ত্রীরা রাজ্যের ভবিষ্যৎ এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বন্ধক রাখছেন ?"