দিল্লি, 17 জুন : লাদাখ সীমান্তে 20 জন জওয়ানের শহিদ হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তা নিয়েই প্রশ্ন তুললেন রাহুল গান্ধি ৷ তাঁর প্রশ্ন, প্রধানমন্ত্রী নীরব কেন ? কী লুকোতে চাইছেন তিনি ?
কী লুকোচ্ছেন প্রধানমন্ত্রী ? লাদাখ সীমান্তে উত্তেজনা নিয়ে প্রশ্ন রাহুলের - ভারত-চিন সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে টুইট রাহুল গান্ধির
ভারত-চিন সীমান্তের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে একাধিক প্রশ্ন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷
গালওয়ান উপত্যকায় শহিদ জওয়ান ও তাঁদের পরিবারের প্রতি টুইটে আগেই শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধি ৷ বুধবার এই নিয়ে আরও একটি টুইট করেন তিনি ৷ সেখানেই প্রধানমন্ত্রীর উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন তিনি ৷ লিখেছেন, "প্রধানমন্ত্রী কেন নীরব ? তিনি কী লুকোচ্ছেন ? অনেক হয়েছে ৷ কী হয়েছে তা আমরা জানতে চাই ৷ কী করে আমাদের জওয়ানদের হত্যা করার সাহস পায় চিন ? আমাদের এলাকা দখল করার সাহসই বা পায় কোথা থেকে ?"
লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ৷ যার জেরে শহিদ হন ভারতীয় সেনার তিন কর্মী ৷ পরে আরও 17 জন ভারতীয় জওয়ান শহিদ হন ৷ আরও 10 জন জওয়ান এখনও পর্যন্ত নিখোঁজ বলে সূত্রের খবর ৷ একাধিক সূত্র থেকে জানা গেছে, শহিদের সংখ্যা আরও বাড়তে পারে ৷ শহিদ 20 জন ভারতীয় জওয়ানের মধ্যে কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবু রয়েছেন ৷ গত কয়েক দিন ধরে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমন প্রক্রিয়ায় ভারতের তরফে যাঁরা চিনের সঙ্গে কথা বলছিলেন তাঁদের মধ্যে কর্নেল বি সন্তোষ বাবুও ছিলেন ৷