পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিন কেন প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করছে, প্রশ্ন রাহুলের - India China border news

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ রাহুল গান্ধির ৷ তাঁর টুইট, "চিন আমাদের জওয়ানদের মেরেছে । আমাদের জমি কেড়ে নিয়েছে । তবে চিন কেন এই সংঘর্ষের মধ্যে নরেন্দ্র মোদির প্রশংসা করছে?"

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

By

Published : Jun 22, 2020, 7:45 PM IST

দিল্লি, 22 জুন : ফের একবার রাহুল গান্ধির নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভারত-চিন সংঘর্ষের বাতাবরণ নিয়ে সর্বদলীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী এক ভিডিয়ো বার্তায় বলেছিলেন, "ওরা (চিন) আমাদের সীমানায় অনুপ্রবেশ করেনি । আমাদের পোস্টও দখল করেনি ।" চিনের তরফেও সেই একই বার্তা দেওয়া হচ্ছে । এবার তা নিয়েই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন রাহুল গান্ধি । প্রশ্ন তুললেন, "এই সংঘর্ষের মধ্যেও কেন চিন প্রধানমন্ত্রীর প্রশংসা করছে?"

সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনের ছবি তুলে ধরে আজ টুইট করেন রাহুল গান্ধি । ওই প্রতিবেদনে বলা হচ্ছে, চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র গ্লোবাল টাইমসে প্রধানমন্ত্রীর সেদিনের ভিডিয়ো বার্তা তুলে ধরা হয়েছে । ওই প্রতিবেদনের একটি ছবি তুলে ধরে রাহুল গান্ধি টুইট করেন, "চিন আমাদের জওয়ানদের মেরেছে । আমাদের জমি কেড়ে নিয়েছে । তবে চিন কেন এই সংঘর্ষের মধ্যে নরেন্দ্র মোদির প্রশংসা করছে?"

প্রসঙ্গত, গতকালই রাহুল গান্ধি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেছিলেন 'সারেন্ডার মোদি' । লাদাখ সীমান্ত সংঘর্ষ নিয়ে অন্য এক টুইটে রাহুল গান্ধি বলেছিলেন, "প্রধানমন্ত্রী বলছেন, কেউ আমাদের দেশে প্রবেশ করেনি, কেউ আমাদের দেশের কোনও এলাকা দখল করেনি ৷ কিন্তু স্যাটেলাইটের তোলা ছবিতে পরিস্কার দেখা যাচ্ছে চিন প্যাংগং লেকের কাছে ভারতীয় ভূখণ্ড নিজেদের কব্জায় নিয়েছে ৷"

এদিকে লাদাখের সংঘর্ষের পর থেকেই কংগ্রেসের তরফ থেকে একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করা হয় কেন্দ্রীয় সরকারকে । প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে প্রশ্ন তোলা হয়েছিল, যদি চিনা বাহিনী ভারতে প্রবেশ না করে, তাহলে ভারতীয় জওয়ানদের মৃত্যু হল কী করে ? বিরোধীদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অফিসের তরফ থেকে জানানো হয়েছিল, 15 জুন লাদাখে চিনের তরফ থেকে সীমান্ত লঙ্ঘনের যে প্রচেষ্টা করা হয়েছিল, তা ভারতীয় সেনা জওয়ানরা রুখে দিয়েছিল ।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে সর্বদলীয় বৈঠক শেষে একটি বার্তায় জানানো হয়েছিল, "সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা করার চেষ্টা চালানো হচ্ছে । অকারণে বিতর্ক তৈরি করে সেনাবাহিনীর মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। " ওই বার্তায় আরও বলা হয়, "LAC লঙ্ঘন সম্পর্কে জানানো হচ্ছে, 15 জুন গালওয়ান উপত্যকায় চিনা বাহিনী সীমান্ত ঘেঁষে প্রতিরক্ষা কাঠামো তৈরি করার চেষ্টা করছিল, তা কেন্দ্র করেই সংঘর্ষের সৃষ্টি হয়। চিনা বাহিনীকে সীমান্ত লঙ্ঘন করে দেশের মাটিতে প্রবেশ প্রতিহত করতে গিয়েই 16 বিহার রেজিমেন্টের জওয়ানরা শহিদ হন। ভারতীয় সশস্ত্র বাহিনীর তৎপরতায় চিনা সেনাবাহিনী ভারতের মাটিতে প্রবেশ করতে পারেনি, এই কথাটিই প্রধানমন্ত্রী বলেছিলেন। "

ABOUT THE AUTHOR

...view details