লখনউ, 17 সেপ্টেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ উত্তরপ্রদেশ সরকার কোরোনা সংক্রমণ রোধে যে ব্যবস্থা নিয়েছে তা অন্যান্য রাজ্যগুলি অনুকরণ করতে পারে বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ সেখানে WHO-র তরফে তাদের প্রতিনিধি রডরিকো অফরিন বলেন, কোরোনা রোধে উত্তরপ্রদেশ সরকার সংক্রমণের উৎস খুঁজতে যে পরিকল্পনা নিয়েছে, তা অন্য রাজ্যগুলি অনুসরণ করতে পারে ৷
উত্তরপ্রদেশ সরকারের তরফে সরকারি এক আধিকারিক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যোগী আদিত্যনাথ সরকারের কোরোনা নিয়ন্ত্রণ নীতি, বিশেষ করে হাই রিস্ক এলাকাগুলিতে ট্র্যাকিং পদ্ধতির প্রশংসা করেছে ৷ প্রায় 70 হাজার প্রথম সারির কোভিড যোদ্ধা হাই রিস্ক এলাকাগুলিতে গিয়ে অনবরত কাজ করে চলেছেন। যথাযথ একটি ব্যবস্থার মাধ্যমে এবং সঠিক পদ্ধতিতে কোরোনা সংক্রমণ রোধ করাটাই আসল বিষয় ৷