পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা রোধে যোগী প্রশাসনের ব্যবস্থাপনার প্রশংসা WHO-র

উত্তরপ্রদেশ সরকারের তরফে সরকারি এক আধিকারিক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যোগী আদিত্যনাথ সরকারের কোরোনা নিয়ন্ত্রণ নীতি, বিশেষ করে হাই রিস্ক এলাকাগুলিতে ট্র্যাকিং পদ্ধতির প্রশংসা করেছে ৷ প্রায় 70 হাজার প্রথম সারির কোভিড যোদ্ধা হাই রিস্ক এলাকাগুলিতে গিয়ে অনবরত কাজ করে চলেছেন।

WHO Praises UP Government's Exemplary Efforts For Covid Management
কোরোনা রোধে যোগী প্রশাসনের নীতির প্রশংসায় WHO

By

Published : Nov 17, 2020, 8:38 PM IST

লখনউ, 17 সেপ্টেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশ সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ উত্তরপ্রদেশ সরকার কোরোনা সংক্রমণ রোধে যে ব্যবস্থা নিয়েছে তা অন্যান্য রাজ্যগুলি অনুকরণ করতে পারে বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ সেখানে WHO-র তরফে তাদের প্রতিনিধি রডরিকো অফরিন বলেন, কোরোনা রোধে উত্তরপ্রদেশ সরকার সংক্রমণের উৎস খুঁজতে যে পরিকল্পনা নিয়েছে, তা অন্য রাজ্যগুলি অনুসরণ করতে পারে ৷

উত্তরপ্রদেশ সরকারের তরফে সরকারি এক আধিকারিক জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যোগী আদিত্যনাথ সরকারের কোরোনা নিয়ন্ত্রণ নীতি, বিশেষ করে হাই রিস্ক এলাকাগুলিতে ট্র্যাকিং পদ্ধতির প্রশংসা করেছে ৷ প্রায় 70 হাজার প্রথম সারির কোভিড যোদ্ধা হাই রিস্ক এলাকাগুলিতে গিয়ে অনবরত কাজ করে চলেছেন। যথাযথ একটি ব্যবস্থার মাধ্যমে এবং সঠিক পদ্ধতিতে কোরোনা সংক্রমণ রোধ করাটাই আসল বিষয় ৷

পাশাপাশি সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দিয়ে সেইসব কাজ করানো প্রয়োজন বলে WHO-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৷ WHO-র তরফে উত্তরপ্রদেশ সরকারকে প্রযুক্তিগত সাহায্য করা হবে ৷ যাতে যেসব স্বাস্থ্য়কর্মী মাঠে নেমে কাজ করছেন তাঁরা আরও নিখুঁতভাবে তা করতে পারেন ৷ কন্ট্র্য়াক্ট ট্র্য়াকিং পদ্ধতিতে 75টি জেলায় প্রায় 58 হাজার কোরোনা রোগীকে শনাক্ত করেছে উত্তরপ্রদেশ সরকার ৷ যাঁদের মধ্য়ে 93 শতাংশ রোগী হাই রিস্ক কন্ট্য়াক্টে ছিলেন ৷

ছট পুজো উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার কোরোনা নিয়ন্ত্রণের জন্য় রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে ৷ এনিয়ে জেলাগুলিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details