পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অস্ত্র ছাড়া জওয়ানদের বিপজ্জনক এলাকায় পাঠানোর জন্য কে দায়ি : রাহুল গান্ধি - বিদেশমন্ত্রী এস জয়শংকর

ভারত-চিন সীমান্ত সমস্য়া নিয়ে ফের টুইটবার্তায় আক্রমণ রাহুল গান্ধির । তাঁর জিজ্ঞাসা, সীমান্তের এইরকম বিপজ্জনক এলাকায় নিরস্ত্র সেনাদের পাঠানোর জন্য কারা দায়ি ?

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

By

Published : Jun 18, 2020, 6:26 PM IST

দিল্লি, 18 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় 20 জন জওয়ান শহিদ হওয়ার পর থেকে একের পর এক ইশুতে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । ভারত-চিন সমস্যায় প্রধানমন্ত্রী নীরব রয়েছেন । এমনই অভিযোগ তুলে গতকাল টুইট করেন তিনি । আজ ফের টুইটে ভিডিয়োর মাধ্যমে তাঁর জিজ্ঞাসা, কেন সীমান্তের এইরকম বিপজ্জনক এলাকায় নিরস্ত্র সেনাদের পাঠানো হয়েছিল । তাঁদের পাঠানোর জন্য কারা দায়ি ?

গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । আরও 10 জন জওয়ান এখনও পর্যন্ত নিখোঁজ বলে সূত্রের খবর ৷ এই পরিস্থিতিতে আজ ফের টুইট বার্তায় সরব হন রাহুল গান্ধি । টুইটারে একটি ভিডিয়োর মাধ্যমে তাঁর জিজ্ঞাসা, "চিন ভারতের নিরস্ত্র সেনাদের হত্যা করে গুরুতর অপরাধ করেছে । আমি জিজ্ঞাসা করতে চাই, এই বীরদের অস্ত্র ছাড়া কেন এইরকম বিপজ্জনক জায়গায় পাঠানো হয়েছিল ? কে পাঠিয়ছিল ? কেনই বা পাঠিয়েছিল ? এর জন্য কে দায়ি ?"

যদিও রাহুল গান্ধির এই টুইটের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, "সীমান্তে মোতায়েন সমস্ত সেনার কাছে সর্বদাই অস্ত্র-শস্ত্র থাকে । বিশেষ করে যখন তাঁরা সেনা পোস্ট ছেড়ে বের হন । কিন্তু 1996 ও 2005 সালের চুক্তি অনুযায়ী ফেস-অফের সময় সেনার তরফে কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায় না ।"

গতকালও এনিয়ে টুইট করেন রাহুল গান্ধি । সেখানেই প্রধানমন্ত্রীর উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন করেন তিনি ৷ টুইটে লেখেন, "প্রধানমন্ত্রী কেন নীরব ? তিনি কী লুকোচ্ছেন ? অনেক হয়েছে ৷ কী হয়েছে তা আমরা জানতে চাই ৷ কী করে আমাদের জওয়ানদের হত্যা করার সাহস পায় চিন ? আমাদের এলাকা দখল করার সাহসই বা পায় কোথা থেকে ?"

ABOUT THE AUTHOR

...view details