দিল্লি, 18 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় 20 জন জওয়ান শহিদ হওয়ার পর থেকে একের পর এক ইশুতে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । ভারত-চিন সমস্যায় প্রধানমন্ত্রী নীরব রয়েছেন । এমনই অভিযোগ তুলে গতকাল টুইট করেন তিনি । আজ ফের টুইটে ভিডিয়োর মাধ্যমে তাঁর জিজ্ঞাসা, কেন সীমান্তের এইরকম বিপজ্জনক এলাকায় নিরস্ত্র সেনাদের পাঠানো হয়েছিল । তাঁদের পাঠানোর জন্য কারা দায়ি ?
গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন । আরও 10 জন জওয়ান এখনও পর্যন্ত নিখোঁজ বলে সূত্রের খবর ৷ এই পরিস্থিতিতে আজ ফের টুইট বার্তায় সরব হন রাহুল গান্ধি । টুইটারে একটি ভিডিয়োর মাধ্যমে তাঁর জিজ্ঞাসা, "চিন ভারতের নিরস্ত্র সেনাদের হত্যা করে গুরুতর অপরাধ করেছে । আমি জিজ্ঞাসা করতে চাই, এই বীরদের অস্ত্র ছাড়া কেন এইরকম বিপজ্জনক জায়গায় পাঠানো হয়েছিল ? কে পাঠিয়ছিল ? কেনই বা পাঠিয়েছিল ? এর জন্য কে দায়ি ?"