পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুলওয়ামা হামলায় কারা দায়ি, কারাই বা উপকৃত ; প্রশ্ন রাহুলের - pulwama attack

পুলওয়ামা হামলা নিয়ে মোদি সরকারকে কটাক্ষ রাহুল গান্ধির । জওয়ানদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তুললেন একাধিক প্রশ্ন । বললেন, কারা উপকৃত হল ঘটনা থেকে । তদন্তের ফল কী ?

ছবি
ছবি

By

Published : Feb 14, 2020, 2:05 PM IST

দিল্লি, 14 ফেব্রুয়ারি : পুলওয়ামা হামলার বছর পার । দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন শহিদদের । উন্মোচন করা হচ্ছে স্মৃতিসৌধ । ঠিক তখনই নিজের টুইটে BJP সরকারকে কটাক্ষ রাহুল গান্ধির । শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বর্তমান সরকারকে কটাক্ষ করে কংগ্রেস নেতার প্রশ্ন, কারা উপকৃত হয়েছে পুলওয়ামা হামলা থেকে ? হামলার তদন্তের পরই বা কী বেরিয়ে এল ?

পুলওয়ামা হামলার পরই সেই জায়গার নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা । কীভাবে এত বড় হামলা হল ? কীভাবে জঙ্গিরা সেই জায়গায় প্রবেশ করল ? গোয়েন্দাদের কাছে কী কোনও আগাম খবর ছিল না ? যথাসময়ে কি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি? এইরকম বহু প্রশ্ন উঠেছিল সেই সময় । সরকারের ভূমিকারও কড়া সমালোচনা হয়েছিল । বছর পেরিয়ে সেই বিতর্কের আগুনেই যে ঘৃতাহুতি দিলেন রাহুল ।

টুইটে রাহুল গান্ধি লেখেন, আজ আমরা পুলওয়ামা হামলায় শহিদ 40 জন জওয়ানকে স্মরণ করছি, তবে আজকের দিনে কিছু প্রশ্ন রয়েছে;

  • এই হামলা থেকে সবচেয়ে বেশি উপকৃত হল কারা ?
  • হামলার তদন্তের পর কী বেরিয়ে এল ?
  • নিরাপত্তাহীনতার অভাবেই হামলা হয়, এজন্য BJP সরকারের কে বা কারা দায়ি ছিল ?

উল্লেখ্য, 14 ফেব্রুয়ারি শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে CRPF-এর কনভয়ে জঙ্গি হামলা হয় । বিস্ফোরণে 40 জন CRPF জওয়ান শহিদ হন ।

ABOUT THE AUTHOR

...view details