প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোনালি স্বপ্ন হল, আন্তর্জাতিক ক্ষেত্রে কোরোনা পরিস্থিতির মধ্যে এমন এক স্বনির্ভর ভারত তৈরি করা, যা উৎপাদন ক্ষেত্রে সুপার পাওয়ার হিসেবে উঠে আসবে । সর্বশেষ 'মন কি বাত' অনুষ্ঠানে তিনি আত্মনির্ভরতার স্লোগানও দিয়েছেন এই মর্মে । নতুন বছরে শুধুমাত্র ভারতে তৈরি পণ্য কেনার সংকল্প নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । পাশাপাশি তিনি ভারতের শিল্পমহল এবং উৎপাদকদের পরামর্শ দেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে । উৎপাদন ক্ষেত্র এবং জাতীয় অর্থনীতির পুনরুজ্জীবন ঘটাতে সরকার প্রথম যে পদক্ষেপ নিতে পারে, সেটা হল ক্ষুদ্রশিল্পকে আর্থিক সহায়তা দেওয়া ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে টেলিভিশন ও দামি আসবাব, যা অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় পড়ে না, তার আমদানিতে নিয়ন্ত্রণ চাপানোর প্রস্তাব দেওয়া হয় । স্বদেশিকে উৎসাহিত করার প্রয়াস হিসেবে কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডারের স্টোরগুলি থেকে 1000-এরও বেশি ধরণের বিদেশি পণ্য সরিয়ে নেওয়া হয় । গত সাত মাস ধরেই এটা কার্যকর রয়েছে । কেন্দ্র দেশজুড়ে একটি নির্দিষ্ট নীতি চালু করতে চাইছে বলেই মনে করা হচ্ছে । অতীতের হিসেব বলছে, দেশের অভ্যন্তরীণ খরচ বছরে প্রায় 42 লাখ কোটি টাকা । যদিও বৃদ্ধির হার কোরোনা পরিস্থিতির জেরে একটু সঙ্কুচিত হয়েছে, তা সত্ত্বেও ইলেকট্রনিক প্রোডাক্ট, শিল্প একাই 2025 সালের মধ্যে দ্বিগুণ হয়ে 1.5 লাখ কোটি টাকায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে ।