পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"আপনার মনে ভয় থাকলে কী করতে পারি ?", ওয়েইসিকে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর - রাজনীতি

লোকসভায় NIA (সংশোধনী) বিল নিয়ে আলোচনায় সময় বচসায় জড়ান আসাদউদ্দিন ওয়েইসি ও অমিত শাহ । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"

ওয়েইসি ও অমিত

By

Published : Jul 15, 2019, 6:10 PM IST

দিল্লি, 15 জুলাই : লোকসভায় বচসায় জড়ালেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওয়েইসিকে খোঁচা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, "যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"

আজ লোকসভায় NIA (সংশোধনী) বিল নিয়ে আলোচনা হচ্ছিল । বক্তব্য রাখছিলেন BJP সাংসদ সত্যপাল সিং । সেই সময় একাধিকবার বিরোধীদের বাধার মুখে পড়েন তিনি । সত্যপাল অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতা কোনও একটি তদন্তের অভিমুখ ঘোরানোর জন্য হায়দরাবাদের পুলিশ কমিশনারকে বলেছিলেন । না হলে তাঁকে বদলি করা হতে পারে বলে হুমকি দিয়েছিলেন । কীভাবে এই ঘটনা জানলেন এনিয়ে BJP সাংসদ বলেন, "সেই সময় মুম্বইয়ের পুলিশ কমিশনার থাকার কারণে আমি এই ঘটনাটি জানি ।"

সত্যপালের এই দাবির বিরোধিতা করেন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি । তিনি বলেন, "নিজের দাবির স্বপক্ষে লোকসভায় উপযুক্ত প্রমাণ পেশ করুন । " এরপরই নিজের আসন থেকে উঠে বিরোধীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিরোধীদের বক্তৃতার সময় ট্রেজ়ারি সদস্যরা বিরক্ত করেননি । তাই বিরোধীদেরও সেরকমই করা উচিত । "

ওয়েইসিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অন্যদের দৃষ্টিভঙ্গি শোনার মতো সংযম বিরোধীদের থাকা উচিত ।" তাতে ক্ষুব্ধ হন হায়দরাবাদের সাংসদ । তিনি বলেন, "আঙুল তুলবেন না । আমাকে ভয় পাওয়ানো যাবে না ।" প্রত্যুত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি আপনাকে ভয় পাওয়াতে চাইছি না । যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"

ABOUT THE AUTHOR

...view details