দিল্লি, 15 জুলাই : লোকসভায় বচসায় জড়ালেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওয়েইসিকে খোঁচা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, "যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"
আজ লোকসভায় NIA (সংশোধনী) বিল নিয়ে আলোচনা হচ্ছিল । বক্তব্য রাখছিলেন BJP সাংসদ সত্যপাল সিং । সেই সময় একাধিকবার বিরোধীদের বাধার মুখে পড়েন তিনি । সত্যপাল অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতা কোনও একটি তদন্তের অভিমুখ ঘোরানোর জন্য হায়দরাবাদের পুলিশ কমিশনারকে বলেছিলেন । না হলে তাঁকে বদলি করা হতে পারে বলে হুমকি দিয়েছিলেন । কীভাবে এই ঘটনা জানলেন এনিয়ে BJP সাংসদ বলেন, "সেই সময় মুম্বইয়ের পুলিশ কমিশনার থাকার কারণে আমি এই ঘটনাটি জানি ।"