দিল্লি, 28 জুন : দেশের সুরক্ষা ও প্রতিরক্ষার বিষয়ে তিনি কবে কথা বলবেন ? "মন কি বাত" অনুষ্ঠানের পর ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধি।
15 জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিন সেনার সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । তারপর থেকে প্রধানমন্ত্রীকে বারবার আক্রমণ করেছে কংগ্রেস । আজ ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে টুইটারে রাহুল গান্ধি লেখেন, "দেশের সুরক্ষা ও প্রতিরক্ষা বিষয় নিয়ে কবে কথা বলবেন ? "
এর আগে শুক্রবারও প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে চিন ভারতের কিছু অংশ দখল করেছে । এই বিষয়ের সত্যতা জানাক প্রধানমন্ত্রী । এছাড়া সীমান্তে জওয়ানদের শহিদ হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেন, "কে আমাদের বীর জওয়ানদের বিনা অস্ত্রে সীমান্তে পাঠিয়েছিল এবং কেনই বা তাদের পাঠানো হয়েছিল? "
আজ "মন কি বাত" অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "সমগ্র বিশ্ব ভারতের ক্ষমতা ও শান্তি বজায় রাখার অঙ্গীকার দেখেছে । ভারত যেমন বন্ধুত্ব বজায় রাখতে জানে তেমনই উত্তেজিত করলে তার যোগ্য জবাব দিতেও জানে । লাদাখে যারা আমাদের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। "