পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজ কী কী হল অযোধ্যায় , দেখে নিন একনজরে - Ram Mandir Bhumi Pujan Live Updates

Ram Temple
রামমন্দির

By

Published : Aug 5, 2020, 8:53 AM IST

Updated : Aug 5, 2020, 5:02 PM IST

14:09 August 05

দীর্ঘ প্রতীক্ষার অবসান । আজ রামমন্দিরের ভূমিপুজো করলেন প্রধানমন্ত্রী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

  • বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

14:08 August 05

  • মন্দির তৈরির পর অর্থনৈতিক পরিবর্তন হবে ।

14:08 August 05

  • এই রামমন্দির রাষ্ট্রীয় ভাবনার প্রতীক হবে ।

14:07 August 05

  • আজকের দিন ত্যাগ ও তপস্যার প্রতীক ।

13:44 August 05

  • সরযূ নদীর তীরে স্বর্ণযুগের সূচনা হল : প্রধানমন্ত্রী

13:43 August 05

  • রামভক্তদের শুভেচ্ছা : মোদি

13:35 August 05

  • রাম-সীতাকে স্মরণ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী ।

13:24 August 05

  • বক্তব্য রাখেন মোহন্ত নৃত্যগোপাল দাস ।

13:14 August 05

  • বক্তব্য রাখেন RSS প্রধান মোহন ভাগবত ।

13:01 August 05

  • 500 বছর লড়াইয়ের পর স্বপ্নপূরণ , বলেন যোগী আদিত্যনাথ ।

12:54 August 05

  • প্রধান শিলা সহ আরও নয়টি শিলা পুজো করেন নরেন্দ্র মোদি ।

12:42 August 05

  • রুপোর প্রধান শিলা পুজো করেন প্রধানমন্ত্রী ।

12:40 August 05

  • অযোধ্যায় ভূমিপুজো শুরুর আগে তামিলনাড়ুর BJP-র দলীয় কার্যালয়ে বিশেষ পুজোর আয়োজন কর্মীদের ।

12:39 August 05

  • ভূমিপুজোর শুরুতেই গনেশ পুজো করেন প্রধানমন্ত্রী ।

12:12 August 05

ভূমিপুজোয় প্রধানমন্ত্রী

শুরু হয় ভূমিপুজো ।

12:10 August 05

  • ভূমিপুজোর আগে পারিজাত চারা লাগান প্রধানমন্ত্রী ।

12:09 August 05

  • হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রীকে পাগড়ি ও রুপোর মুকুট পরিয়ে স্বাগত জানান প্রধান পুরোহিত গদ্দিনসিন প্রেমদাস মহারাজ ।

12:01 August 05

রামলালাকে সাষ্ঠাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর । 

11:56 August 05

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ

হনুমানগড়ি মন্দিরে আরতি করেন প্রধানমন্ত্রী ।

11:42 August 05

দীর্ঘ প্রতীক্ষার অবসান । আজ রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে । গত বছর সুপ্রিম কোর্টের রায়দানের পর, এবার অযোধ্যার জমিতেই গড়ে উঠছে রামলালার মন্দির । আজ বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন RSS প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , যোগী আদিত্যনাথ ।

  • হনুমানগড়ি মন্দিরের যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ।

11:34 August 05

  • প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ ।

11:32 August 05

অযোধ্যায় পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

11:24 August 05

  • ভূমিপুজো উপলক্ষে অযোধ্যায় পৌঁছান RSS চিফ মোহন ভাগবত ।

11:19 August 05

10:57 August 05

  • অযোধ্যার হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রী মোদীকে উপহার দেওয়া হয় পাগড়ি এবং রুপোর মুকুট ।

10:43 August 05

লখনউ পৌঁছান প্রধানমন্ত্রী । 

10:24 August 05

  • অযোধ্যায় পৌঁছান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ , রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , BJP-র সর্বভারতীয় সহ সভাপতি উমা ভারতী  ।

10:06 August 05

মন্দিরের ভিতরে রামলালার মূর্তি
  • ভূমিপুজোর আগে 'পারিজাত' চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী ।

10:01 August 05

09:36 August 05

  • অযোধ্যার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

09:14 August 05

ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত ভারতীয় প্রবাসীরা
  • রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান উদযাপন উপলক্ষে অ্যামেরিকার ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত করে ভারতীয় প্রবাসীরা ।

08:53 August 05

  • হনুমানগড়ি মন্দিরে শুরু হয়েছিল স্যানিটাইজ়েশন । নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল মন্দির চত্বর ।

06:07 August 05

সেজে উঠেছে সরযূ ঘাট
  • রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষে সেজে উঠেছে সরযূর ঘাট ।
Last Updated : Aug 5, 2020, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details