দিল্লি ও কলকাতা, 6 মে : ফণী নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ বৈঠক আজই সম্ভব নয় বলে জানালো নবান্ন । PMO সূত্রে জানা গেছে, ফণীর রিভিউ বৈঠক নিয়ে তারা নবান্নে ফোন করেছিল । পাঠানো হয়েছিল চিঠিও । বলা হয়েছিল, ফণীর ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন । কিন্তু নবান্নের তরফে PMO-কে জানিয়ে দেওয়া হয় আজ বৈঠক সম্ভব নয় ।
ফণী পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ভুবনেশ্বরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ভুবনেশ্বরের পাশাপাশি ফণী যেহেতু পশ্চিমবঙ্গেও তাণ্ডব চালিয়েছে তাই সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমনমন্ত্রী বৈঠক করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে । বিষয়টি জানিয়ে নবান্নে PMO-র তরফ থেকে চিঠি পাঠানো হয় । ফোনও করা হয় । কিন্তু আজ বৈঠক সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে নবান্ন ।