পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হেনস্থার অভিযোগ, তামিলনাড়ুর থেনিতে ধরনায় বাংলার পরিযায়ী শ্রমিকরা

জেলাশাসক ওই শ্রমিকদের সঙ্গে দেখা করে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ।

West bengal migrants breaks silence on sexual abuse in Poultry farm near Theni
West bengal migrants breaks silence on sexual abuse in Poultry farm near Theni

By

Published : Nov 24, 2020, 1:53 PM IST

থাডিচেরি, 24 নভেম্বর : ভিনরাজ্যে রাজ্যের শ্রমিকদের শারীরিক ও যৌন নিগ্রহের অভিযোগ উঠল । তামিলনাড়ুর থেনি জেলার একটি পোলট্রি ফার্মের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । যার প্রতিবাদে থেনির জেলাশাসকের অফিসের সামনে পরিবার নিয়ে ধর্নায় বসেন শ্রমিকরা ।

চুক্তির ভিত্তিতে থেনি জেলার থাডিচেরি এলাকার একটি পোলট্রি ফার্মে কাজ করতে যান এরাজ্যের 25 জনেরও বেশি শ্রমিক । তাঁদের অভিযোগ, SKM পোলট্রি নামে ওই কম্পানিতে তাদের মারধর করা হয় । প্রতিশ্রুতি অনুযায়ী টাকাও পাননি । এমনকী মহিলা শ্রমিকরা যৌন হেনস্থার শিকার হন বলেও অভিযোগ। এক মহিলা শ্রমিক বলেন, দীর্ঘ সময় ধরে শারীরিক ও যৌন হেনস্থা করা হয়েছে তাঁকে । গালিগালাজও করা হত । এমন নানা অভিযোগ নিয়ে ওই পরিযায়ী শ্রমিকরা পরিবার সহ জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন ।

হেনস্থার অভিযোগ, তামিলনাড়ুর থেনিতে ধরনায় বাংলার পরিযায়ী শ্রমিকরা

জেলাশাসক পল্লবী ওই শ্রমিকদের সঙ্গে দেখা করে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন । পাশাপাশি শ্রমিকদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details