দিল্লি, 3 সেপ্টেম্বর : প্রকাশিত হল ন্যাশনাল ক্রাইম রেকর্ড বিওরোর 2019 সালের রিপোর্ট । রিপোর্ট বলছে, দেশে বাড়ছে আত্মহত্যার সংখ্যা । 2018 সালের তুলনায় 2019 সালে 0.2 শতাংশ বেড়েছে আত্মহত্যার হার । 2018 সালে সংখ্যাটা ছিল 1 লাখ 34 হাজার 516 । 2019 সালে তা বেড়ে হয়েছে 1 লাখ 39 হাজার 123 । অর্থাৎ, এক বছরে প্রায় হাজার পাঁচেক বেড়েছে আত্মহত্যার সংখ্যা ।
2019 সালের রিপোর্টে দেশে মোট আত্মহত্যার হার 10.4 শতাংশ । সেখানে শুধুমাত্র শহরাঞ্চলগুলিতে আত্মহত্যার হার 19.9 শতাংশ ।
NCRB-র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যার সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে । 13.6 শতাংশ । তারপরেই রয়েছে তামিলনাড়ুর স্থান । 9.7 শতাংশ । তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ । রাজ্যে আত্মহত্যার হার 9.1 শতাংশ ।
তৃতীয় স্থানে হলেও গতবছরের তুলনায় এবছর রাজ্যে আত্মহত্যার হার অনেকটাই কমেছে । 2018 সালে রাজ্যে আত্মহত্যার হার ছিল 9.9 শতাংশ । এবছর তা কমে হয়েছে 9.1 শতাংশ । মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ ছাড়া আত্মহত্যার নিরিখে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ ও কর্নাটক । 2019 সালের NCRB রিপোর্ট অনুযায়ী, মধ্যপ্রদেশ ও কর্নাটকে আত্মহত্যার হার যথাক্রমে 9 শতাংশ ও 8.1 শতাংশ ।
2019 সালের রিপোর্টে কৃষক ও দিনমজুরদের আত্মহত্যার সংখ্যা 42 হাজার 480 । শুধুমাত্র দিনমজুরদের আত্মহত্যার হার বেড়েছে প্রায় 8 শতাংশ । তবে কৃষক আত্মহত্যার সংখ্যা গত বছরের তুলনায় সামান্য হলেও কমেছে । 2018 সালে কৃষক আত্মহত্যার সংখ্যাটা ছিল 10 হাজার 357 । 2019 সালে তা কমে হয়েছে 10 হাজার 281 ।