দিল্লি, 16 সেপ্টেম্বর : "পশ্চিমবঙ্গ বিপদে রয়েছে, পুরোনো কাশ্মীরে পরিণত হচ্ছে", সংসদে আজ বক্তব্য রাখতে গিয়ে আশঙ্কা প্রকাশ BJP সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ৷
হুগলির তেলিনীপাড়ায় দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "লকডাউনের সময় কোরোনাকে নিয়ে হুগলির তেলিনীপাড়ায় দাঙ্গা হয়েছিল ৷ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মধ্যে কোরোনা পরীক্ষা নিয়ে মতানৈক্য হয়েছিল ৷ যার জেরেই দাঙ্গা হয়েছিল ৷ তিনদিন ধরে দাঙ্গা চলেছিল ৷ বহিরাগতরা বাইরে থেকে বোমা মজুত করে দাঙ্গা করেছিল ৷ কারও ঘরে লুটপাট চালানো হয়েছিল ৷ কারও দোকান লুট করা হয়েছিল ৷ মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল ৷ মন্দির ভেঙে দেওয়া হয়েছিল ৷" অভিযোগ করেন, তিনি ও BJP নেতা অর্জুন সিং গেছিলেন কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি ৷ জেলা শাসক বা কমিশনার তাঁদের সঙ্গে দেখা করেননি ৷